শিরোনাম
◈ পা‌কিস্তান বংশোদ্ভূত ৪২ ক্রিকেটারের ভারতে আসা নিয়ে প্রশ্ন! ভিসা সমস্যা সমাধা‌নে মা‌ঠে নে‌মেছে আই‌সি‌সি ◈ জামায়াত জোটে ভাঙন, কার ক্ষতি হলো ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রূপ পাল্টেছে ১২৮ বার, জানালেন ব্রিটিশ বিজ্ঞানীরা

ডেস্ক রিপোর্ট : [২] এমন পরিবর্তনের (মিউটেশন) কারণেই ভাইরাসটির ভ্যাকসিন আবিস্কার কঠিন হয়ে পড়েছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি মেডিকেল কলেজ লন্ডনের গবেষকরা ভাইরাসটির ১৯৮টি মিউটেশন চিহ্নিত করেছেন।

[৩] বিজ্ঞানীরা বলছেন, সব ভাইরাসেরই রূপান্তর হয়। তবে সাধারণত একটি ভাইরাস রূপ পাল্টাতে বছরের পর বছর পেরিয়ে যায়। কিন্তু করোনা ভাইরাসটির বৈশিষ্ট্য হচ্ছে, এটি এক দেহ থেকে আরেক দেহে ছড়াতে থাকার মধ্যেই নিয়মিত তার জেনোমের প্রকৃতি পরিবর্তন করতে থাকে।

[৪] করোনা ভাইরাসের ১৯৮টি মিউটেশন চিহ্নিত করার পর এ গবেষণার অন্যতম নেতা অধ্যাপক ফ্রাঁসোয়া ব্যালো বলছেন, 'মিউটেশন মানেই যে খারাপ কিছু তা কিন্ত নয়। কিন্তু করোনা ভাইরাস মিউটেশনগুলোর বেশিরভাগই নিজেকে শক্তিশালি করে তুলছে এবং আরো বেশি সংক্রামক হয়ে ওঠছে।

[৫] তিনি বলেন, করোনার দ্রুত মিউটেশনই টিকা আবিষ্কারে প্রতিবন্ধকতা তৈরি করেছে টিকা আবিষ্কারের ক্ষেত্রে ভাইরাসের গঠনে সামান্য পরিবর্তনগুলোর ওপরও নজর রাখা দরকার । যেমন ফ্লু ভাইরাসে এত দ্রুত মিউটেশন হয় যে প্রতি বছরই ভাইরাসের নতুন প্রকৃতি অনুযায়ী টিকায় কিছু পরিবর্তন করা হয়।

[৬] ব্রিটিশ গবেষকরা জানান, বর্তমানে কোভিড-১৯ এর যে টিকাগুলো তৈরি হচ্ছে তাতে ভাইরাসের গায়ের কাঁটাগুলোকে টার্গেট করা হচ্ছে। এই ভ্যাকসিনটি মানুষের দেহকে এই কাঁটাগুলোর একটা অংশ চিনিয়ে দেবে– যাতে রোগপ্রতিরোধ ব্যবস্থা তাকে আক্রমণ করে ধ্বংস করতে পারে। কিন্তু এই কাঁটাগুলো যদি বদলে যায়, তাহলে টিকার কার্যকারিতাও কমে যেতে পারে।

[৭]বিজ্ঞানীরা বলছেন, এখন পর্যন্ত এগুলো হচ্ছে তাত্ত্বিক কথা। আসলে ভাইরাসের জেনোমের পরিবর্তনগুলোর মানে কী- তা বলার মতো যথেষ্ট তথ্য এখনো তাদের হাতে নেই।

[৮] গবেষকরা আরো দেখেছেন যে, যুক্তরাজ্যের শেফিল্ডে যারা এই বিশেষ মিউটেশনে আক্রান্ত হয়েছেন, তাদের নমুনায় বেশি পরিমাণে ভাইরাস দেখা যাচ্ছে। কিন্তু তাতে যে তারা বেশি অসুস্থ হয়েছেন বা হাসপাতালে বেশি দিন ছিলেন এমন কোনো প্রমাণ নেই। বিবিসি, পূর্বপশ্চিমবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়