মহসীন কবির : [২] করোনার নমুনা পরীক্ষা ও ফলাফল নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ব্যাপক ভিড় দেখা গেছে। উপসর্গ নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই ভিড় করছেন তারা। ডিবিসি টিভি
[৩] দূরদূরান্ত থেকে আসা অনেকেই নমুনা দিতে পারছেন না। অনেকে কয়েকদিন ঘুরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। সময়মতো নমুনা দিতে না পারায় ভোগান্তিতে অনেকে। দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হলেও, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
[৪] এমনকি আক্রান্তদের জন্য আলাদা লাইন নেই। করোনা পজিটিভ নিয়েও কেউ কেউ দাঁড়াচ্ছেন সাধারণ লাইনে। এতে আক্রান্তদের কাছ থেকে সংক্রমণের উচ্চ ঝুঁকি দেখা দিয়েছে।