শিরোনাম
◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব ◈ পহেলা অগ্রহায়ণ নববর্ষ পালনের ঘোষণা ডাকসুর

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঙালি মুসলিম-হিন্দুর মন এক জ্বলাভূমি

ফারুক ওয়াসিফ : বিদ্যানন্দ নিয়ে বলার মতো ধারণা আমার নাই। দেখতাম তারা কাজ করছে, খুব ভালো লাগতো। এখন যখন সমস্যা হয়েছে তখন দুঃখ পেয়েছি। এসব না হলে খুব ভাল হতো। বাঙালি মুসলিম-হিন্দুর মন এক জ্বলাভূমি। মীমাংসা না হওয়া পুরান সমস্যার ফসফরাস একবার এখানে একবার সেখানে জ্বলে ওঠে। এসব একেবারে উড়াখই না হয়তো। অনেক পুরানা পানি তো! অনেক প্যাঁচালো চোরাকাদা, পচালতা তো জমেছে। মিমাংসার আগে পর্যন্ত এগুলো ভোগাবেই।কিন্তু ঘটনা না জেনে কীভাবে বলি। যারা এ বিষয়ে ফেসবুকে কথাবার্তা বলছেন, তারা নিশ্চয়ই পাটিগণিতের সব রাশি জানেন ভালো করে। এসব ঝগড়া, মনে পড়ে আগেও দেখেছি। দেখে দেখে মাঝেমধ্যে বিষ্ময়কর হতাশায় চুপ লাগে। এর বেশি বলার মতো জ্ঞান এ ব্যাপারে আমার নাই। তবে বোর্হেসের একটা গল্প মনে পড়ছে। এক গ্রামের দুই লোকের মধ্যে পুরান হিংসা। এদিকে দেশে যুদ্ধ বেঁধে গেলো। তারাও যুদ্ধে যোগ দেয় এবং হারে। বন্দিত্বের মধ্যেও তাদের গোঁয়ার্তুমির অনুশীলন চলতে থাকে। সেটা দেখে জয়ীপক্ষ আঞ্চলিক রীতি অনুযায়ী দুজনের ডুয়েল লাগায়। গুলিবিদ্ধ অবস্থায় কে একই দাগ থেকে দৌড়ে কতোদূর গিয়ে পড়তে পারেÑ সেটার প্রতিযোগিতা। তাদের মরণোত্তর পুরস্কারের পেছনে ছোটানোর আনন্দ উপভোগ করে বিজয়ীরা। এই পুরস্কারের নাম দেয়া হয় ‘বিদ্যানন্দ পুরস্কার’। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়