চাঁদপুর প্রতিনিধি : [২] জেলার হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর (২০) মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করেছে। উপজেলার হাজীগঞ্জ ৩ নম্বর ওয়ার্ডে গৃহবধূর শ্বশুরবাড়ি।
[৩] স্থানীয় সূত্র জানায়, চার-পাঁচদিন ধরে জ্বর, সর্দি ও পাতলা পায়খানা এবং গলাব্যথায় ভুগছিলেন গৃহবধূ। রোববার সকালে তার জ্বর, পাতলা পায়খানা ও বমি হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
[৪] চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, গৃহবধূর মুত্যুর ঘটনা শুনেছি। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে যেকোনো লোক মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানালে আমরা স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফনের ব্যবস্থা করব। সম্পাদনা: জেরিন আহমেদ