মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] কুমিল্লায় টেকনিশিয়ানের সহযোগী ও ইউপি সদস্যসহ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০জন। জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে দুইজন,মুরাদনগর তিনজন, লাকসামে দুইজন,দেবিদ্বার দুইজন ও মনোহরগঞ্জের একজন রয়েছেন।
[৩] সূত্র আরো জানায়,লাকসামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগে আক্রান্ত প্যাথলজি টেকনিশিয়ানের এক সহযোগী ও মুদি দোকানি নতুন করে আক্রান্ত হয়েছেন। মুরাদনগরে তিনজন আক্রান্তের মধ্যে একজন ইউপি(ইউনিয়ন পরিষদ) সদস্য রয়েছেন। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন দুজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে গত সোমবারে করোনা আক্রান্ত মনির হোসেনের স্ত্রী ও সন্তান রয়েছে।
[৪] উল্লেখ্য, বুধবার পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৭৬৬টি নমুনার মধ্যে দুই হাজার ৩৩৭টি রিপোর্ট প্রকাশ হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮জনে। সুস্থ হয়েছেন ২৬জন। মৃত্যু হয়েছে চারজনের। সম্পাদনা: জেরিন আহমেদ