শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেলমান্দ প্রদেশের একটি আফগান সেনা স্থাপনায় তালেবান হামলায় নিহত ৫

ইমরুল শাহেদ: [২] রোববার গভীর রাতে হামলাটি চালিয়েছে তালেবানরা। এই স্থাপনায় আফগান সেনা ও গোয়েন্দাদের ১৫০ জন সদস্য ছিলেন। এই হামলার বিষয়টি সরকারি কর্মকর্তা ও তালেবানরা নিশ্চিত করেছেন। ইকোনোমিক টাইমস, গার্ডা নিউজ এলার্ট

[৩] তালেবানদের মুখপাত্র ক্বারী ইউসুফ আহমেদ এক বিবৃতিতে জানিয়েছেন, বেশ কয়েক ডজন শত্রু সেনা নিহত ও অনেকে আহত হয়েছেন। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বোমা বিস্ফোরণের কথা স্বীকার করে বলেছে, এতে একজন সেনা সদস্য আহত হয়েছে।

[৪] বার্তা সংস্থা গার্দা ওয়ার্ল্ড নিউজ এলার্টের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি বোমা হামলায় পাঁচ জন সেনা নিহত হয়েছে এবং আরো পাঁচ জন আহত হয়েছেন। তালেবানদের হামলার লক্ষ্য ন্যাশনাল আর্মি স্থাপনা ছাড়াও ছিল নিরাপত্তা বিষয়ক ন্যাশনাল ডাইরেক্টরেট। নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, মৃত্যুর সংখ্যা আরো বেশি।

[৫] সারা দেশে আফগান সেনা বাহিনীকে গত দুই মাসে ব্যাপক হামলার শিকার হতে হচ্ছে। এসব হামলার কারণে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা অনেকটাই প্রহসনে পরিণত করে তুলেছে। এই পর্যায়ে আফগান সেনাদের মার্কিন সহায়তা ছাড়াই তালেবানদের মোকাবেলা করতে হচ্ছে।

[৬] এই হামলা থেকে বেঁচে যাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রোববার রাতের এই হামলায় ১৮ জনের মৃতদেহ তিনিসহ সরিয়েছেন।

[৭] পূর্বাঞ্চলীয় পাকটিকা প্রদেশে খায়ারকোট জেলার একটি মসজিদে পৃথক একটি হাতবোমা হামলায় আরো ২০ জন বেসামরিক লোক আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়