শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেলমান্দ প্রদেশের একটি আফগান সেনা স্থাপনায় তালেবান হামলায় নিহত ৫

ইমরুল শাহেদ: [২] রোববার গভীর রাতে হামলাটি চালিয়েছে তালেবানরা। এই স্থাপনায় আফগান সেনা ও গোয়েন্দাদের ১৫০ জন সদস্য ছিলেন। এই হামলার বিষয়টি সরকারি কর্মকর্তা ও তালেবানরা নিশ্চিত করেছেন। ইকোনোমিক টাইমস, গার্ডা নিউজ এলার্ট

[৩] তালেবানদের মুখপাত্র ক্বারী ইউসুফ আহমেদ এক বিবৃতিতে জানিয়েছেন, বেশ কয়েক ডজন শত্রু সেনা নিহত ও অনেকে আহত হয়েছেন। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বোমা বিস্ফোরণের কথা স্বীকার করে বলেছে, এতে একজন সেনা সদস্য আহত হয়েছে।

[৪] বার্তা সংস্থা গার্দা ওয়ার্ল্ড নিউজ এলার্টের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি বোমা হামলায় পাঁচ জন সেনা নিহত হয়েছে এবং আরো পাঁচ জন আহত হয়েছেন। তালেবানদের হামলার লক্ষ্য ন্যাশনাল আর্মি স্থাপনা ছাড়াও ছিল নিরাপত্তা বিষয়ক ন্যাশনাল ডাইরেক্টরেট। নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, মৃত্যুর সংখ্যা আরো বেশি।

[৫] সারা দেশে আফগান সেনা বাহিনীকে গত দুই মাসে ব্যাপক হামলার শিকার হতে হচ্ছে। এসব হামলার কারণে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা অনেকটাই প্রহসনে পরিণত করে তুলেছে। এই পর্যায়ে আফগান সেনাদের মার্কিন সহায়তা ছাড়াই তালেবানদের মোকাবেলা করতে হচ্ছে।

[৬] এই হামলা থেকে বেঁচে যাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রোববার রাতের এই হামলায় ১৮ জনের মৃতদেহ তিনিসহ সরিয়েছেন।

[৭] পূর্বাঞ্চলীয় পাকটিকা প্রদেশে খায়ারকোট জেলার একটি মসজিদে পৃথক একটি হাতবোমা হামলায় আরো ২০ জন বেসামরিক লোক আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়