শিরোনাম
◈ জনসমাগমে থমকে মহাসড়ক: নারায়ণগঞ্জ অংশে দীর্ঘ যানজট ◈ বিমানবন্দর থেকে পূর্বাচলে পথে তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোভা স্কটিয়ার হত্যাকাণ্ডের পর সব ধরনের আগ্নেয়াস্ত্র ও অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করলো কানাডা

লিহান লিমা:[২] নোভা স্কটিয়ায় এক বন্দুকধারীর অতর্কিত হামলায় ২২ জন নিহতের দুই সপ্তাহ পর ‘অ্যাসল্ট রাইফেল’ নিষিদ্ধ করার ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই নিষিদ্ধের তালিকায় থাকবে ১ হাজার ৫০০টির ও বেশি আগ্নেয়াস্ত্র ও বন্দুকের মডেল। দ্য গার্ডিয়ান, বিবিসি, টরেন্টো নিউজ

[৩]স্থানীয় সময় শুক্রবার সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘এআর-১৫ দিয়ে আপনি হরিণ শিকার করতে যাবেন না। এই সব অস্ত্র শুধুমাত্র একটি উদ্দেশ্যেই বানানো হয়েছিলো, আর তা হলো স্বল্প সময়ে অগণিত মানুষকে হত্যা করা। এই ধরণের অস্ত্রের কানাডায় আর কোনো স্থান নেই। এখন থেকে কানাডার কোনো নাগরিক এআর-১৫ মডেলের কোনো অস্ত্র সঙ্গে রাখতে পারবে না। সেনাবাহিনীর ব্যবহারের জন্যও এ অস্ত্র দেশে ঢুকতে দেয়া হবে না। কানাডায় এখন থেকে আর এই ধরনের অস্ত্র ক্রয়, বিক্রি,সরবরাহ ও আমদানি করা যাবে না। এটি অচিরেই কার্যকর করা হবে। ইতোমধ্যেই অস্ত্রধারীদের এই আইন মানার জন্য দুই বছরের অন্তবর্তীকালীন সীমারেখা বেঁধে দেন ট্রুডো।

[৪]গত ১৮ ও ১৯ এপ্রিল বন্দুকধারী গ্যাব্রিয়েল ওর্টম্যান (৫১) নোভা স্কটিয়া এলাকায় এলোপাথাড়িভাবে বন্দুক চালাতে থাকেন। এই ঘটনায় নিহত হন ২২ জন। ১৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করে পুলিশ। নোভা স্কটিয়ার হামলার পর ট্রুডো জানান, তার সরকার অস্ত্র আইন কঠোর করবে।
[৫]২০১৮ সালে চালানো ‘স্মল আর্ম সার্র্ভে’তে দেখাা যায়, ব্যক্তিগত অস্ত্র রাখার তালিকায় শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতমো কানাডা। দেশটিতে প্রতি ১০০ জনের কাছে ৩৪.৭টি আগ্নেয়াস্ত্র রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের কাছে রয়েছে ১২০টি আগ্নেয়াস্ত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়