শিরোনাম
◈ এবার কে‌নো এ‌তো আ‌লোচনা ডাকসু নিয়ে, এর প্রভাব কি জাতীয় নির্বাচনে পড়বে? ◈ ওদের কপালে দুঃখ আছে! এশিয়া কাপের আগে ভারত‌কে হুঁশিয়ারি পাকিস্তান অধিনায়কের ◈ প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিং‌সের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ক্রিস গেই‌লের  ◈ এনআইডি সংশোধনের জটিল আবেদন নিষ্পত্তিতে ইসির নতুন নির্দেশ ◈ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার হলেন ঢাবি ছাত্রদলের ৭ নেতা ◈ পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী ◈ শেখ হাসিনা সরণি ও বঙ্গবন্ধু স্কয়ারসহ ৬ স্থাপনার নাম পরিবর্তন ◈ তামিম ইকবা‌লের জন্য বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাচা আকরাম খান ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে নতুন রেকর্ড ◈ ভারত-নেপাল সীমান্তে টানটান উত্তেজনা, সতর্কতা জারি

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোভা স্কটিয়ার হত্যাকাণ্ডের পর সব ধরনের আগ্নেয়াস্ত্র ও অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করলো কানাডা

লিহান লিমা:[২] নোভা স্কটিয়ায় এক বন্দুকধারীর অতর্কিত হামলায় ২২ জন নিহতের দুই সপ্তাহ পর ‘অ্যাসল্ট রাইফেল’ নিষিদ্ধ করার ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই নিষিদ্ধের তালিকায় থাকবে ১ হাজার ৫০০টির ও বেশি আগ্নেয়াস্ত্র ও বন্দুকের মডেল। দ্য গার্ডিয়ান, বিবিসি, টরেন্টো নিউজ

[৩]স্থানীয় সময় শুক্রবার সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘এআর-১৫ দিয়ে আপনি হরিণ শিকার করতে যাবেন না। এই সব অস্ত্র শুধুমাত্র একটি উদ্দেশ্যেই বানানো হয়েছিলো, আর তা হলো স্বল্প সময়ে অগণিত মানুষকে হত্যা করা। এই ধরণের অস্ত্রের কানাডায় আর কোনো স্থান নেই। এখন থেকে কানাডার কোনো নাগরিক এআর-১৫ মডেলের কোনো অস্ত্র সঙ্গে রাখতে পারবে না। সেনাবাহিনীর ব্যবহারের জন্যও এ অস্ত্র দেশে ঢুকতে দেয়া হবে না। কানাডায় এখন থেকে আর এই ধরনের অস্ত্র ক্রয়, বিক্রি,সরবরাহ ও আমদানি করা যাবে না। এটি অচিরেই কার্যকর করা হবে। ইতোমধ্যেই অস্ত্রধারীদের এই আইন মানার জন্য দুই বছরের অন্তবর্তীকালীন সীমারেখা বেঁধে দেন ট্রুডো।

[৪]গত ১৮ ও ১৯ এপ্রিল বন্দুকধারী গ্যাব্রিয়েল ওর্টম্যান (৫১) নোভা স্কটিয়া এলাকায় এলোপাথাড়িভাবে বন্দুক চালাতে থাকেন। এই ঘটনায় নিহত হন ২২ জন। ১৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করে পুলিশ। নোভা স্কটিয়ার হামলার পর ট্রুডো জানান, তার সরকার অস্ত্র আইন কঠোর করবে।
[৫]২০১৮ সালে চালানো ‘স্মল আর্ম সার্র্ভে’তে দেখাা যায়, ব্যক্তিগত অস্ত্র রাখার তালিকায় শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতমো কানাডা। দেশটিতে প্রতি ১০০ জনের কাছে ৩৪.৭টি আগ্নেয়াস্ত্র রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের কাছে রয়েছে ১২০টি আগ্নেয়াস্ত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়