রাজু আলাউদ্দিন: [২] কক্সবাজারের টেকনাফে অপহরণের পর এক যুবককে রোহিঙ্গা সন্ত্রাসীরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
[৩] উদ্ধার মৃতদেহটি মৌলভী আবুল কাছিমের ছেলে আকতারুল্লাহের (২৪) বলে পুলিশ নিশ্চিত করেছে।
[৪] টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[৫] ওসি জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা আকতারুল্লাহসহ ৩ জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল। পুলিশ বাকি অপহৃতদের উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।
[৬] টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম ঘোনার ক্ষেতখামার থেকে সশস্ত্র রোহিঙ্গারা পাহাড় থেকে নেমে এসে ৩ জন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর একজনের মরদেহ উদ্ধার হলো। বাকি দুজনের এখনও খোঁজ মেলেনি। সময়টিভি