শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বেচ্ছাসেবী সদস্যদের মাঝে খাদ্য বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

সুজন কৈরী : [২] বান্দরবান পার্বত্য জেলায় ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

[৩] বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণজনিত কারণে উদ্ভুত সংকট মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের নির্দেশনা অনুযায়ী শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশনায় বাহিনীর প্রতিটি সদস্য-সদস্যাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মহাপরিচালকের ঐকান্তিক প্রচেষ্টায় ও সময়োপযোগী সিদ্ধান্তে দেশের প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত ১ লাখ ৪৭ হাজার ৬০০ স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মধ্যে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলাধীন ৭ উপজেলায় ৩ দিনব্যাপী ত্রাণ বিতরণ করা হয়। বান্দরবান জেলার ভূ-প্রাকৃতিক অবস্থান ও জনঘনত্ব বিবেচনায় সদর উপজেলায় ৩০০পরিবারকে ও অন্য ৬টি উপজেলার প্রত্যেকটিতে ১৫০টি হারে মোট ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আলু পেঁয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

[৫] বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সামছুল আলমের সর্বাত্মক সহযোগিতায় বান্দরবানের জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। এ সময় বান্দরবান জেলার বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী/সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়