শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসজিতে যোগ দিয়ে নেইমারের ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে উঠলেও ক্লাবটির লাভ হয়নি

এল আর বাদল : [২] যে প্রত্যাশা নিয়ে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে উড়িয়ে এনেছিলো প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) সেটা আদৌ পূরণ হয়নি। আর এর চেয়েও বড়ো ব্যাপার হলো, ইনজুরির কারণে ২০১৭ সালে ক্লাবটিতে ১৫৫টি ম্যাচের মধ্যে ৮০টি খেলতে পারেন তিনি।

[৩] বোঝাই যাচ্ছে, নেইমারকে নিয়ে একেবারেই পোষায়নি পিএসজির। বার্সেলোনা থেকে আনার জন্য প্রাথমিকভাবে পিএসজিকে খরচ করতে হয়েছিল ২২২ মিলিয়ন ইউরো। আর প্রতি মৌসুমে নেইমার বেতনই পাচ্ছেন ৩৭ মিলিয়ন ইউরো করে। পিএসজিতে যোগ দেওয়ার পর নেইমারের ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে উঠলেও তাতে ফরাসি ক্লাবটির তেমন কোনো লাভ হচ্ছে না।

[৪] ম্যাচ প্রতি পিএসজিতে তিনি ১৪ লাখ ইউরো করে পেয়ে আসছেন। এর অর্থ হল ৮০টি ম্যাচ মাঠে নেমেই নেইমার ১১১ মিলিয়ন ইউরোর মালিক বনে গেছে। এর মধ্যেও তিনি ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জরুরি ম্যাচে মাঠে নামতে পারেননি। -প্যারিস টাইমস

[৫] ২০১৮ সালের বিশ্বকাপের পর পিএসজির হয়ে মোট ১০০টি দিন তিনি ‘মিস’ করেছেন। এর মধ্যে ২০১৭-১৮ মৌসুমে ৫৬টি ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন ৩০টিতে। এর আগের মৌসুমে তিনি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি, যে মৌসুমে ৫৫টি ম্যাচের খেলেছিলেন মাত্র ২৮টিতে।

[৬] ২০১৯ সালের জুনে গোড়ালির ফাঁটলে তিনি মাঠের বাইরে চলে যান। এরপর সেটা কাটিয়ে ফিরে অক্টোবরে নতুন করে ইনজুরিতে পড়েন। সব মিলিয়ে ২০১৯-২০ মৌসুমে ৪৪টি ম্যাচের মধ্যে খেলেছেন মাত্র ২২টিতে। যত দিন যাচ্ছে, নেইমারকে ক্লাবে রাখাটা পিএসজির জন্য হাতি পোষার মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে। -লি পারসিওন

  • সর্বশেষ
  • জনপ্রিয়