অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধিঃ [২] সংক্রমিত কর্মচারী রাজধানীর মুগদা হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় রাত ১০ টায় মারা যান।
[৩] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল উক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তার পরিবারের যেকোনো সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে।
[৪] গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে তিনি রাজধানীর আজগর আলী মেডিকেল হাসপাতাল ও কলেরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি ঘটলে ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরদিন ২২ এপ্রিল তার ‘করোনা পজিটিভ’ বলে জানা যায়। এরপর থেকে তিনি মুগদা হাসপাতালের আইসোলেশনে ছিলেন।
[৫] সেই কর্মচারী জাগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।