শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে মৎস্য পোনা ব্যবসায়ী সন্ত্রাসীর গুলিতে নিহত

শাহাদাত হোসেন : [২] চট্টগ্রামের হালদা নদীতে ডিম সংগ্রহকারী, পোনা ব্যবসায়ী বিতান বড়ুয়া (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

[৩] ২৬ এপ্রিল রোববার সন্ধ্যা দিকে রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরা অংকুরীঘোনা এলাকায় এই হত্যা কান্ডের ঘটনাটি ঘটে।নিহত বিতান বড়ুয়া ওই এলাকার মৃত সাধন বড়ুয়ার পুত্র বলে জানা স্থানীয়রা।ঘটনাস্থলে রাউজান থানার পুলিশ এসে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, বিতান বড়ুয়ায় মাথায় ও বুকে দুইটি গুলি করছে সন্ত্রাসীরা। গুলি করার পর সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। এশিয়ার এক মাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত হালদা নদীতে ডিম সংগ্রহকে কেন্দ্র করে তাকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিতান প্রতি বছর চৈত্র বৈশাখ মাসে নদীত থেকে মা মাছের ডিম সংগ্রহণ করে পোনা বিক্রি করতো। নিহতের স্ত্রী জয়শ্রী বড়ুয়া জানান, তার স্বামী বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের দিদির কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে একটি ভবনে ওঁৎ পেতে থাকা একই এলাকার রাহুল বড়ুয়া ও উদয়ন বড়ুয়া প্রকাশ তুফান বড়ুয়াসহ ৫-৬ দুর্বৃত্ত গুলি করে। বিতান বড়ুয়ার ১ ছেলে ও ১ মেয়ের রয়েছে। এ প্রসঙ্গে থানার সেকেন্ড অফিসার আমজাদ হোসেন হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। লাশ নিয়ে পরিবারের সদস্যরা আসলে থানায় মামলা নেয়া হবে। তবে স্থানীয় রাহুল বড়ুয়া নামে এক সন্ত্রাসী গুলি করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানাও তিনি। হত্যায়়় জড়িতদের গ্রেফতার করা হলে হত্যার কারণ এবং কারো ইন্দন আছে কিনা জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়