শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহামারির এই দুর্যোগে বিজ্ঞান আর ধর্মের তর্ক রাজনৈতিক?

কাকন রেজা : আলাপটা তুলেছিলেন এক প্রবাসী সাংবাদিক। করোনাকালে সামাজিকমাধ্যমে একটি মন্তব্য ঘুরে বেড়াচ্ছে, ‘যদি বেঁচে থাকো এবারের মতো, মনে রেখো বিজ্ঞান লড়েছিলো একা, মন্দির বা মসজিদ নয়’। প্রবাসী সেই সাংবাদিক বললেন, ভ্যাকসিন আবিষ্কার বিজ্ঞানের কাজ, ধর্মের নয়। আমি তার সঙ্গে পুরোপুরি একমত। সমাজের সব কিছুরই আলাদা রোল রয়েছে, নির্দিষ্ট ক্ষেত্রে তা প্লে করে। বিজ্ঞানের কাজের নির্দিষ্ট ক্ষেত্র রয়েছে। বিজ্ঞানের চর্চার আলাদা জায়গা রয়েছে, রয়েছে দর্শনের আলাদা ক্ষেত্র। যারা বিজ্ঞান ও ধর্মকে লড়িয়ে দিতে চান। তারা ভুলে যান ধর্মও একটা দর্শন। বিজ্ঞান আর দর্শনের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি করা কোনো বুদ্ধিবৃত্তিক কর্ম নয়। এমন কাজ মূলত চতুরদের। তারা বুদ্ধির জায়গায় চালাকি দিয়ে জিততে চায়। প্রশ্ন করতে পারেন চালাকিটা কোন জায়গায়। জায়গাটা হলো রাজনীতির। আমাদের যারা বিজ্ঞান আর ধর্মকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাচ্ছেন, তাদের লক্ষ্যটা হচ্ছে একটা আড়াল তৈরি করা। আড়াল কীসের, আড়ালটা হলো এই মুহূর্তে প্রয়োজনীয় কিছু আলাপের উপর পর্দা ফেলা। আমাদের অব্যবস্থাপনা নিয়ে যখন কথা বলা প্রয়োজন, তখন অহেতুক, নিরর্থক একটা তর্ক সামনে তুলে আনা।
আমরা এক মহাবিপদের সম্মুখে দাঁড়িয়ে। এটা কোনো রাজনৈতিক বিপদ নয়। ঝড়, বন্যা হলেও একটা কথা ছিলো ত্রাণের ফটোসেশন করে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সুযোগ থাকতো। এখানে প্রয়োজন সর্বোচ্চ মনোসংযোগ এবং তা অবশ্যই দেশপ্রেমের সঙ্গে। এখানে রাজনৈতিক ধান্ধাবাজির কোনো জায়গা নেই। ১৬ কোটি মানুষের দেশে ভঙ্গুর একটা স্বাস্থ্য ব্যবস্থায় এই বিপদ পাড়ি দেওয়া কতোটা সম্ভব তা নিয়ে আলোচনাই এখন জরুরি। অসম্ভবকে সম্ভব করার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং তা অনুযায়ী কাজ করাটাই এখনে অগ্রাধিকার। বিজ্ঞানের কাজ হলো ল্যাবে। ধর্মের কাজ মসজিদ-মন্দিরে। চিকিৎসকরা যখন রোগীকে বাঁচানোর চেষ্টা করেন, তখন বেশিরভাগই আঙুল উপর দিকে দেখিয়ে দেন। বিজ্ঞানের ছাত্র হয়ে চিকিৎসকরাও উপরে দেখান ঈশ্বরকে। ঈশ্বর হলো একটা আশ্রয়। মানুষ যখন নিরাশ হয়ে পড়ে তখন তার মানসিক শক্তির জন্য একটা নির্ভরতার প্রয়োজন পড়ে, আর সেই নির্ভরতাটাই হলো ঈশ্বর। ইতালি থেকে আমেরিকার সাধারণ মানুষেরা ভরসা করছেন চিকিৎসকদের উপর। আর চিকিৎসকরা ভরসা করছেন সেই ঈশ্বরের উপর।
তাদের অসহায় স্বীকারোক্তি তাই জানান দিচ্ছে। এখানে বিজ্ঞানের সঙ্গে ধর্মের কোনো বিভেদ নেই। যারা ধর্মকে ভ্যাকসিন আবিষ্কারের কথা বলেন, তাতে তাদের বুদ্ধির থেকে চতুরতা অন্যার্থে বুদ্ধিহীনতাই বেশি প্রকাশ পায়। সেই প্রবাসী সাংবাদিকও এমনটাই বলেছেন। তিনি অবশ্য আমার মতো চতুরতা না বলে বিষয়টিকে শিশুসুলভ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু শিশুরা সুচিন্তিত কোনো তর্কের অবকাশ ঘটায় না, এটা হয়তো তিনি খেয়াল করেননি অথবা এড়িয়ে গেছেন। তবে তিনি একটা ভালো কথা বলেছেন। বলেছেন, এই বিজ্ঞান মূলত করপোরেট। আজ ধনী দেশ আক্রান্ত বলেই বিজ্ঞান উঠেপড়ে লেগেছে এই মহামারি নিয়ন্ত্রণে। তা না হলে এবারও আফ্রিকা বা এশিয়ার গরিব মানুষদের গিনিপিগ বানিয়ে ভ্যাকসিনের পরীক্ষা চালাতো দীর্ঘদিন ধরে। এবার বাধ্য হয়েই তারা নিজেদের লোকজনের উপর পরীক্ষা শুরু করেছে। বিজ্ঞান যে করপোরেট তার আরেকটা দিক হলো যে পরিমাণ যুদ্ধাস্ত্র, বিমান জাহাজ বানানো হয়েছে, সে পরিমাণ অর্থ চিকিৎসা ব্যবস্থার পেছনে ব্যয় করা হয়নি। বর্তমান মহামারি তা স্পষ্ট করে দিয়েছে। আমাদের কথাই ধরুন, আমাদের মেগা প্রকল্প রয়েছে হাজার হাজার কোটি টাকার। বিপরীতে দেশের তেষট্টি জেলার কোনো হাসপাতালেই একটা ভেন্টিলেটর নেই। আইসিইউ নেই, করোনা ইউনিট নেই। উপজেলাগুলোতে সামান্যতম সুবিধাও নেই। এখন কী বোঝা যাচ্ছে সেতু, ফ্লাইওভার, হাতিরঝিলের চেয়ে ভেন্টিলেটর, আইসিইউ বেশি প্রয়োজন। নিজেদের ভালো থাকার প্রয়োজনে এসবের বিকল্প নেই। আমরা জানি না আমাদের সম্মুখে কী রয়েছে, আমরা কোন পরিণতির দিকে যাচ্ছি। এমন মুহূর্তে যারা ফালতু তর্কের জন্ম দেয়, তাদের ইরাদা যে সহী নয় তা পরিষ্কার এবং সেই ইরাদা অবশ্যই রাজনৈতিক। লেখক : সাংবাদিক ও কলামস্টি

  • সর্বশেষ
  • জনপ্রিয়