শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রমজানকে সামনে রেখে কুমিল্লা জেলা পুলিশের নজরদারি বৃদ্ধি

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] করোনা সংক্রমনের শুরু থেকেই এর ভয়াবহতা বিস্তার রোধে কুমিল্লা জেলা পুলিশের ভুমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখা, সামাজিক দুরত্ব নিশ্চিত করা ও অপ্রয়োজনে বাইরে আসা লোকজনকে নিরুৎসাহিত করতে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএমের দিক নির্দেশনায় শুক্রবার ছুটির দিনেও নগরীর বিভিন্ন বাজার এবং চেকপোস্টসমূহে কুমিল্লা জেলা পুলিশের সদস্যদের সক্রিয় ভূমিকা ছিলো চোখে পড়ার মতো।

[৩] সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ৩ টায় নগরীর রানীর বাজার গিয়ে দেখা যায়, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনের নেতৃত্বে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যরা সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাজ করছেন, দোকানে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখা এবং বাজারে যেন দ্রব্যমূল্য নিয়ে কোন সিন্ডিকেট না হয় সেজন্য সতর্ক থাকতে ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছেন ।

[৪] রাজগঞ্জ, নিউমার্কেটসহ নগরীর বিভিন্ন বাজার মনিটরিং শেষে নগরীর প্রধান সড়কে পুলিশ চেকপোস্ট গুলো পরিদর্শন করে বিনা কারনে ঘর থেকে বের হওয়া যানবাহন তল্লাশী জোড়ালোভাবে পরিচালনার নির্দেশনা দেয়া হয়।

[৫] বাজার মনিটরিং শেষে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন বলেন, পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে ও সার্বিক দিকনির্দেশনায় করোনা সংক্রমনের বিস্তার রোধে শুরু থেকেই কুমিল্লার মানুষকে নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ পেশাদারীত্ব, দেশপ্রেম, সাহসিকতার সাথে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছি।

[৬] পুলিশ সুপার মহোদয় প্রায়শই সশরীরে নিজে উপস্থিত হয়ে কার্যক্রম পরিদর্শন করা ছাড়াও সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা সে অনুযায়ী কাজ করছি। আজ পর্যন্ত কুমিল্লা শহরে কারো করোনা আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যায়নি । আর কয়েকটা দিন সবাই যদি সচেতন থেকে ঘরে অবস্থান করে এবং আমাদের সহযোগিতা করেন তবে এর একটা ইতিবাচক ফলাফল পাওয়ার আশাবাদ আমরা করতেই পারি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়