শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ পর্যন্ত লা লিগার ফুটবল ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে!

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগার ক্লাবগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, লা লিগার ক্লাবগুলোকে নির্দেশনাটি এরই মধ্যে দিয়ে দিয়েছে স্পেন সরকার। করোনার পরিস্থিতির মূল্যায়ন নিয়েই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। - ইএসপিএন

[৩] করোনার ভ্যাকসিন আবিষ্কার হওয়া আগ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস যাতে আবার প্রাদুর্ভাব ছড়াতে না পারে তা নিয়ে খুব সাবধানী স্পেন সরকার। তাই স্টেডিয়ামগুলো দর্শকদের জন্য দ্রæত খুলে দেওয়া তাড়াহুড়ো নেই তাদের। ২০২১ সালের জানুয়ারি থেকে স্টেডিয়াম ধীরে ধীরে খুলে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

[৪] তবে স্পেন সরকারের সিদ্ধান্তটিতে পর্যালোচনার সুযোগ রয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি প্রত্যাশার চেয়ে দ্রæত নিয়ন্ত্রণে আসলে বা এর চিকিৎসায় বড় কোনো উন্নতি ঘটলে এ সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা হতে পারে।

[৫] করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম স্পেন। আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি, ২ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে, মৃতের তালিকায় আছে তৃতীয়স্থানে, ২২ হাজার। - মার্কা

[৬] স্পেনে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর এক মাস ধরে স্থগিত দেশটির শীর্ষ ফুটবল লিগ লা লিগা। কবে নাগাদ খেলা শুরু হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

[৭] ক্লাবগুলোর অনুশীলনও শুরু হয়নি। তবে লিগের চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো দর্শকশূন্য ভেন্যুতে জুন-জুলাইয়ের মধ্যে শেষ করা যায় কি-না এ নিয়ে চিন্তাভাবনা হচ্ছে।

[৮] সূত্র জানিয়েছে, ২০২১ পর্যন্ত ক্লাবগুলোতে দর্শকশূন্য খেলা আয়োজনের সিদ্ধান্ত এরই মধ্যে শীর্ষ লিগ ও সেকেন্ড ডিভিশন লিগের ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। যাতে ক্লাবগুলো আগামী মৌসুমের বাজেট সমন্বয় ঘটাতে পারে। - আরা বার্সেলোনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়