শিরোনাম
◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত ◈ শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির ◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের শর্টগানের গুলিতে বিজিবি ও নারীসহ আহত ৫

ডেস্ক রিপোর্ট : [২] ভারত থেকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকালে বাংলাদেশিরা বাধা দেয়ায় ক্ষীপ্ত হয়ে বিএসএফ গুলি ছোঁড়ে। সন্ধ্যার পর সীমান্তের ওপারে শক্তিবৃদ্ধি করেছে বিএসএফ। অপরদিকে গ্রামবাসীর পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। কালেরকণ্ঠ

[৩] প্রত্যক্ষদর্শী সীমান্ত এলাকার লোকজন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের অন্তত ২৫ সদস্যের একটি দল বুড়িমারী-চ্যাংরাবান্ধা জিরোপয়েন্টের অভিবাসন চৌকির পাশ দিয়ে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় বিএসএফের দলটি বাংলাদেশের কমপক্ষে ১০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে। বিষয়টি লক্ষ্য করে জিরোপয়েন্টে দায়িত্বরত বিজিবি সদস্য ও সীমান্তের লোকজন এতে বাধা দিলে পিছু হটে বিএসএফের দলটি। কিছুক্ষণ পর অস্ত্র নিয়ে চ্যাংরাবান্ধা ক্যাম্প থেকে প্রায় ৭০/৮০ জনের একটি দল পুনরায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালাতে আবারও বাধা দেয় বিজিবি ও সীমান্তবাসীরা। পরে শর্টগানের অন্তত ৮ রাউন্ড গুলি ছুঁড়ে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরে যায় বিএসএফ।

[৪] বিএসএফের ছোঁড়া শর্টগানের গুলিতে বুড়িমারী ক্যাম্পের বিজিবি সদস্য খোকন মিয়াসহ ৫ বাংলাদেশি আহত হয়েছেন। আহত অপর ব্যক্তিরা হলেন বুড়িমারী এলাকার ফিরোজা বেগম, আজিজুল ইসলাম, মো. আরেফ হোসেন ও মো. রশিদুল ইসলাম।

[৫] বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর ৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দর ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক বলেন, সীমান্তে এখন উত্তেজনা বিরাজ করছে তবে আমরা বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অনুলিখন : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়