শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় সেফটি ট্যাংকে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

আব্দুম মুনিব, কুষ্টিয়া প্রতিনিধি : [২] বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর বেড় বাড়াদি গ্রামের একটি বাড়ির নতুন সেফটি ট্যাংকের ঢাকনা খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

[৩] আহত হয়েছেন আরো ৩ শ্রমিক। নিহত শ্রমিকের নাম ফরহাদ হোসেন (২৫)। আহত শ্রমিক রাকিব, গোলাম রসুল ও নোমান কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[৪] স্থানীয়রা জানায়, সকালে জাফর নামে একজনের বাড়িতে কাজ করছিল একই ইউনিয়নের আব্দালপুর গ্রামের সাবান আলীর ছেলে রাজমিস্ত্রি ফরহাদ ও বেড় বাড়াদি গ্রামের মৃত মনজেরের ছেলে গোলাম রসুল এবং একই গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে নোমান হোসেন ও মান্নানের ছেলে রাকিব।

[৫] এসময় মিস্ত্রি ফরহাদ সেফটি ট্যাংকে ঢাকনা খুলতে গেলে ট্যাংকের ৮ ফিট নিচে পড়ে যায়। ট্যাংকের ভিতর মিথায়িন গ্যাসে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে উদ্ধার করতে গিয়ে ওই তিন শ্রমিক মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

[৬] কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.তাপস কুমার সরকার জানান, নিহত ফরহাদ হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। বাঁকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়