শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসা রাজধানীর তুলনায় বিভাগীয় পর্যায়ে বেশ নাজুক

আরিফ হোসেন: [২] করোনা সংক্রমণের এক মাসের বেশি সময় পার করছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে রাজধানীতে। দ্রুত ছড়ানোয় সক্ষম এই ভাইরাসের চিকিৎসা সুবিধা তুলনায় বিভাগীয় পর্যায়ে বেশ নাজুক বলা চলে। এর সাথে যুক্ত হয়েছে জেলা ও উপজেলা থেকে আইসিইউ সুবিধা সম্পন্ন হাসপাতালে যাওয়ার বিড়ম্বনা। নিউজ ২৪

[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলেন, করোনায় আক্রান্ত মাত্র ২০ শতাংশ রোগীর হাসপাতালের চিকিৎসা প্রয়োজন হয়। এর মধ্যে ১৫ শতাংশের ভেন্টিলেশন সুবিধা আর ৫ শতাংশের জন্য প্রয়োজন হয় নিবিড় পরিচর্যা।

[৪] শ্বাসতন্ত্রের এই রোগ থেকে রোগীকে বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন ভেন্টিলেটর ও আইসিইউ। রাজধানীর বাইরে সারা দেশে ভেন্টিলেটরসহ আইসিইউ সুবিধা রয়েছে ৯৯টি। এর মধ্যে এখনো স্থাপনের অপেক্ষায় রয়েছে সিলেটে ৯টি।

[৫] চট্টগ্রাম বিভাগে আইসিইউ সুবিধা রয়েছে চট্টগ্রামে ১৩টি ও কক্সবাজারে ১টি। পুরো বিভাগে জেলা ও উপজেলায় আইসোলেশন বেড রয়েছে ১৬শ ৩৭টি।

[৬] খুলনা বিভাগে আইসিইউ সুবিধার মধ্যে খুলনায় ১০টি ও সাতক্ষীরায় ৮টি রয়েছে। এছাড়া বিভাগে আইসোলেশন বেড রয়েছে ১১৩৭টি।

[৭] সিলেটের শহীদ শামসুদ্দিন মেডিকেলে বর্তমানে ২টি আইসিইউ রয়েছে। এছাড়া আরো ৯টি স্থাপনের অপেক্ষায়। এছাড়া সিলেট বিভাগে আইসোলেশন বেড আছে ৬শ ৩৭টি। রংপুর বিভাগে আইসিইউ আছে ১০টি। জেলা ও উপজেলায় মোট আইসোলেশন আছে ৩শ ১০টি।

[৮] বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ রয়েছে ১৮ টি। বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় আইসোলেশন বেড রয়েছে ১৬৩টি।

[৯] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগিদের জন্য আইসিইউ রয়েছে ১০টি। এছাড়া বেসরকারি সিডিএম হাসপাতালে রয়েছে ৬টি আইসিইউ। বিভাগে আইসোলেশন বেড রয়েছে ১৫শ ৯০ টি।

[১০] ময়মনসিংহের এ. কে হাসপাতালে ৭টি ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৫টি আইসিইউ। এছাড়া বিভাগে আইসোলেশন বেড আছে ১৪শ ৪৫টি।

[১১] এর বাইরে সব জেলায় ডাক্তার ও নার্সদের সমন্বয়ে একাধিক মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়