শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা সংকটে মধ্যবিত্তদের পাশে ব্রাইট

রাজু আলাউদ্দিন : [২] চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে উদ্ভুত সঙ্কট মোকাবিলায় মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট। এই সঙ্কটময় মূহুর্তে মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে সংগঠনটি।

[৩] বুধবার রাজধানীর কামরাঙ্গীর চর, লালবাগ, হাজারীবাগ ও মোহাম্মদপুরের সাড়ে আট শতাধিক পরিবারের কাছে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনটির সেচ্ছাসেবীরা।সঙ্কট চলাকালীন এই কার্যক্রম অব্যহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি মশুর ডাল পাঁচ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার সয়াবিন তেল, লবন এবং কিছু শুকনো খাবার।

[৪] এ বিষয়ে সংগঠনটির প্রধান সমম্বয়ক মাহমুদুল করিম খান বলেন, চলমান করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় রাজধানীতে বসবাসরত মধ্যবিত্ব পরিবারগুলোর কথা বিবেচনা করে। আমাদের সংগঠনটির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে নূন্যতম কয়েক দিন চলার মত উপহার সামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ থেকে আমাদের সংগঠনটির চারটি গ্রুপ রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছে। সঙ্কট চলাকালীন এই কার্যক্রম অব্যহত থাকবে।

[৫] তিনি আরো বলেন, আসন্ন রমজান মাসে এসব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। জানা গেছে, কামরাঙ্গীর চরে সাড়ে তিনশ মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির সহকারি সমন্বয়ক পারভেজ আহমেদ ও সাব্বির আহমেদের নেতৃত্বে একটি গ্রুপ।

[৬] সংগঠনটির আরেক সম্বনয়ক ইঞ্জিনিয়ার মনির হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ মোহাম্মদপুরে দুইশ পরিবারে কাছে উপহার সামগ্রী পৌঁছে দেন। এছাড়া লালবাগ ও হাজারীবাগে সংগঠনটির আরো তিন সমন্বয়ক ইমরানুল হক সনি, ফাইজুল আলম সজিব ও তানভীর আহমেদ সুমনের নেতৃত্বে তিন শতাধিক পরিবারের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়