শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা সংকটে মধ্যবিত্তদের পাশে ব্রাইট

রাজু আলাউদ্দিন : [২] চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে উদ্ভুত সঙ্কট মোকাবিলায় মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট। এই সঙ্কটময় মূহুর্তে মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে সংগঠনটি।

[৩] বুধবার রাজধানীর কামরাঙ্গীর চর, লালবাগ, হাজারীবাগ ও মোহাম্মদপুরের সাড়ে আট শতাধিক পরিবারের কাছে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনটির সেচ্ছাসেবীরা।সঙ্কট চলাকালীন এই কার্যক্রম অব্যহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি মশুর ডাল পাঁচ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার সয়াবিন তেল, লবন এবং কিছু শুকনো খাবার।

[৪] এ বিষয়ে সংগঠনটির প্রধান সমম্বয়ক মাহমুদুল করিম খান বলেন, চলমান করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় রাজধানীতে বসবাসরত মধ্যবিত্ব পরিবারগুলোর কথা বিবেচনা করে। আমাদের সংগঠনটির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে নূন্যতম কয়েক দিন চলার মত উপহার সামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ থেকে আমাদের সংগঠনটির চারটি গ্রুপ রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছে। সঙ্কট চলাকালীন এই কার্যক্রম অব্যহত থাকবে।

[৫] তিনি আরো বলেন, আসন্ন রমজান মাসে এসব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। জানা গেছে, কামরাঙ্গীর চরে সাড়ে তিনশ মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির সহকারি সমন্বয়ক পারভেজ আহমেদ ও সাব্বির আহমেদের নেতৃত্বে একটি গ্রুপ।

[৬] সংগঠনটির আরেক সম্বনয়ক ইঞ্জিনিয়ার মনির হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ মোহাম্মদপুরে দুইশ পরিবারে কাছে উপহার সামগ্রী পৌঁছে দেন। এছাড়া লালবাগ ও হাজারীবাগে সংগঠনটির আরো তিন সমন্বয়ক ইমরানুল হক সনি, ফাইজুল আলম সজিব ও তানভীর আহমেদ সুমনের নেতৃত্বে তিন শতাধিক পরিবারের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়