শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাণ বঞ্চিত পরিবারে রাতে চাল নিয়ে গেলেন ইউএনও

আরিফুল ইসলাম-সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : [২] অবশেষে ত্রাণ বঞ্চিত পরিবারগুলোতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে সরকারি বরাদ্দের চাল নিয়ে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউএনও এ এস এম মোসা।

[৩] বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম বলেন, রাতে স্যারের (ইউএনও) সঙ্গে আমিও ছিলাম। সদর ইউপির ৬নং ওয়ার্ড সৈয়দটুলা এলাকায় ঘরে ঘরে গিয়ে ১৭ পরিবারে ইউএনও স্যার নিজের হাতে চাল বিতরণ করেন এবং দুস্থ মানুষদের খোঁজ-খবর নেন। এসময় এসিল্যান্ড ফারজানা প্রিয়াংকা, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ও স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

[৪] উল্লেখ্য, "আর কত উপবাস থাকব 'খাবার দে'' এ স্লোগানে মঙ্গলবার দুপুরে ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করেন সরাইল সদর ইউপির ১নং ও ৬নং ওয়ার্ডের ত্রাণ বঞ্চিত তিন শতাধিক হতদরিদ্র নারী-পুরুষ। তাদের অভিযোগ ছিল, লকডাউনে ঘরে খাবার নেই, কামাই-রোজগার বন্ধ। এ পর্যন্ত সরকারি কোনো ত্রাণ তারা পাননি। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে তাদের বেঁচে থাকা এখন দায় হয়ে পড়েছে। পরে ইউএনও ত্রাণ পৌঁছে দেয়ার আশ্বাস দিলে দুস্থরা বাড়ি ফিরে যান।

[৫] এদিকে লকডাউন উপেক্ষা করে ত্রাণ বঞ্চিত দুস্থ মানুষেরা ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করার বিষয় নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সরাইল ইউএনও অফিসে আসেন এবং এ বিষয়ে খোঁজখবর নেন। অপরদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়া সংবাদ প্রচার করে।

[৬] এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মোসা জানান, সেইসব পরিবারে ত্রাণ দেয়ার দায়িত্ব ছিল স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের। তারা (চেয়ারম্যান-মেম্বার) ত্রাণ দিতে ব্যার্থ হয়েছেন বিধায়, দুস্থ মানুষেরা আমার কাছে এসেছিলেন। আমি রাতেই নিজে গিয়ে বেশকিছু পরিবারে খাবার বিতরণ করেছি। বাকিদের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। ইউএনও জানান, মঙ্গলবার দুস্থদের ভুল বুঝিয়ে উপজেলা প্রশাসনপাড়ায় এনে জড়ো করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়