শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনাকালে শরীর ও মন সুস্থ রাখার ৯ পরামর্শ ড. মেহতাব খানমের

মাসুদ হাসান : [২] করোনাকে ভয় না পেয়ে সবাইকে সচেতন থাকতে হবে। শরীর এবং মনকে সুস্থ রাখা প্রয়োজন। [৩] তিনি বলেন, বেশি বেশি মনের যতœ করতে হবে, শরীর চর্চার মাধ্যমে মন সুস্থ রাখা যায়। অনেকেই ভাবে থাকেন শরীর চর্চা করলে শুধু শরীর ভালো থাকে, তা কিন্তু নয়। বিজ্ঞানীদের কথা শরীর চর্চা করলে মনেরও অনেক উপকার হয়। আমাদের মনের স্বাস্থ্য ভালো হয়। শরীর চর্চার মাধ্যমে আমাদের আমাদের এনজাইটি কমে যায়, আমাদের চিন্তা কমে যায় আমাদের চিন্তামুক্ত থাকার ক্ষমতাও বৃদ্ধি পায়।
[৪] আমাদের মনের স্বাস্থ্য ভালো থাকার ফলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। [৫] যেহেতু করোনাভাইরাস একটি অসুস্থতা, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে করোনাভাইরাস খুব সহজে আক্রান্ত করতে পারে না। [৬] এর পর বলবো মেডিটেশনের কথা। মেডিটেশন অনেকেই করে থাকেন। মেডিটেশন করার ফলে আমাদের মন ভবিষ্যতেও যায় না, অতীতেও যায় না। মনের একটি ধর্ম হচ্ছে ছোটাছুুটি করা। কখনো ভবিষ্যতে, কখনো অতীতে, বর্তমানে থাকতেই চায় না। মেডিটেশন করার ফলে আমাদের মনকে আমরা বর্তমানে ধরে রাখতে পারি। সব অনুভূতি, আবেগ, দুঃখ, বেদনাকে আমরা বর্তমানে ধরে রাখতে পারি। শরীর মনকে মস্তিষ্ককে বিশ্রাম দিতে পারি। তাতে করে আমাদের যে শক্তি তৈরি হচ্ছে তা কাজে লাগাতে পারি। মস্তিষ্ককে বর্তমানে ধরে রাখার একটি অভ্যাস তৈরি হয়ে যায়। কাজেই প্রতিদিন মাইন্ডফুলনেস মেডিটেশন করা প্রয়োজন সুস্থ থাকার জন্য। এই মেডিটেশনের মাধ্যমে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় সচল থাকে। সেই ইন্দ্রিয়গুলোর কথা ভেবেই মেডিটেশনের ডিজাইন করা হয়েছে। [৭] পরিবারের সবার সঙ্গে আড্ডা দেওয়া যেতে পারে, বিভিন্ন ঘরোয়া খেরাধুলার মাধ্যমেও সময় পার করা যায়, খেলাধুলা করলে মন আনন্দে থাকে। [৮] তা ছাড়া আমাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নেওয়ার মাধ্যমেও মনকে ভালো রাখা যায়। [৯] এক সাইকোলজিস্ট বলেছেন মানুষ চিন্তা করে, যখন মনটা একেবারে ভেঙে যায়, তখন মানুষ ভাবতে থাকেন কাকে কী দেওয়া যায়, কাজেই কাউকে কিছু দেওয়ার যে শান্তি স¦স্তি পাওয়া যায় সেটি কিন্তু আমরা এখন অনুভব করতে পারি। সর্বোপরি বলতে চাই, সৃষ্টিকর্তা সব ক্ষমতার অধিকারী। তাঁর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আত্মাকে শুদ্ধ করা যায়, মনের শান্তি আনা যায়। [৯] নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখার চেষ্টা করুন, নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখা যায়। সূত্র : স্কয়ার টয়লেট্রিজ লি.

  • সর্বশেষ
  • জনপ্রিয়