শিরোনাম
◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার প্রতিষেধক তৈরিতে কানাডার অন্টারিও বিনিয়োগ করেছে ২০ মিলিয়ন ডলার

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে : করোনা জীবাণুজনিত কোভিড-১৯ রোগ প্রতিরোধে প্রতিষেধক তৈরিতে কানাডার অন্টারিও প্রদেশ ২০ মিলিয়ন ডলারের গবেষণাভিত্তিক বিনিয়োগ ঘোষণা করেছে। স্থানীয় সময় গত শনিবার অপরাহ্নে প্রাদেশিক প্রিমিয়ার ডাগ ফোর্ড তার প্রাত্যাহিক প্রেস ব্রিফিংয়ে ওই ঘোষণাটি দেন।
প্রতিষেধকবিহীন জনজীবন যে স্বাভাবিক হচ্ছে না, সেই অভিমতটি রেখে প্রিমিয়ার ফোর্ড বলেন, ‘প্রতিষেধক না পাওয়ার কোনো কারণ নেই, কারণ বিশ্বের ঔজ্জ্বলতম মেধা ও মনন আমাদের প্রদেশে রয়েছে, তবে কী আমরা হাত গুটিয়ে বসে থাকবো।’ তিনি আরও বলেন, ‘আর ওই প্রতিষেধকটি যতক্ষণ না আবিস্কৃত হচ্ছে, ততক্ষণ আমাদের লাখো জীবন শঙ্কার মুখোমুখিতে থাকছে।’ এ পর্যন্ত অন্টারিও প্রদেশে ১০ হাজার মানুষ করোনা জীবাণুতে আক্রান্ত হয়েছে, যার মাঝে পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। তবে আশার কথা, কানাডার সাতটি বিশ্ববিদ্যালয় করোনা প্রতিরোধে প্রতিষেধক তৈরিতে আত্মনিয়োগ করেছে। তার মাঝে সাসকেচুয়ান বিশ্ববিদ্যালয়, লাভাল বিশ্ববিদ্যালয়, আলবার্টা বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ওয়েস্টার্ন বিশ্বাবিদ্যালয়, টরন্টো বিশ্ববিদ্যালয় ও ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় অন্যতম। এছাড়াও সানিব্রুক হেলথ্ সায়েন্স সেন্টার ও ইউনিভার্সিটি হেলথ্ নেটওয়ার্ক (ইউএইচএন) একই গবেষণায় সম্পৃক্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়