শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেলি কনফারেন্সে আইসিসির সভায় যোগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] অন্যান্য খেলাধুলার মতো, করোনাভাইরাস মহামারীজনিত কারণে ক্রিকেটের সমস্ত অন-ফিল্ড ক্রিয়াকলাপ বিশ্বব্যাপী স্থগিত হয়ে গেছে। টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীরা আগামী সপ্তাহে করোনা পরবর্তী ভবিষ্যৎ সূচি (এফটিপি) সম্পর্কে আলোচনা করতে একটি টেলি-সম্মেলনে যোগ দেবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা রোববার (১৯ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন।

[৩] দিন দুয়েক আগে টাইমস অফ ইন্ডিয়াতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যার শিরোনাম ছিল- কোভিড ইফেক্ট: আইসিসির সদস্য বোর্ডগুলোর দেউলিয়ার 'মারাত্মক ঝুঁকি'। রিপোর্ট অনুসারে ভারত এবং ইংল্যান্ড ছাড়া ক্রিকেট বিশ্বের বাকি বোর্ডগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে যদি চলতি অচলাবস্থা খুব দ্রæত না কাটে।

[৪] সেখানে আরও বলা হয়েছিল যে, করোনা পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমান চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কোনও ব্রডকাস্টার এবং স্পন্সরদের সাথে চুক্তি নবায়ন করতে পারছে না। ফলে বেশ বড় আর্থিক ক্ষতির সন্মুখীন হতে পারে বোর্ডটি।

[৫] প্রতিবেদনে এটাও বলা ছিলো করোনায় সৃষ্ট আর্থিক ক্ষতি পোষানোর একমাত্র উপায় হলো আইসিসির ইভেন্টগুলো। সেগুলো যথাযথভাবে হলে আর্থিক ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবে বোর্ডগুলো। এরই প্রেক্ষিতে আইসিসি তার সদস্য দেশগুলোর সঙ্গে করোনা পরবর্তী এফটিপি নিয়ে আলোচনা করতে যাচ্ছে।

[৬] রোববার বিসিবির এক কর্মকর্তা বলেছেন, আলোচনার মূল বিষয়বস্তু হবে আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডবিøউটিসি) উদ্বোধনীর ব্যাপারে, যার ফাইনাল আগামী বছরের জুনে নির্ধারিত রয়েছে। তবে চ্যাম্পিয়নশিপের ভাগ্য এখনও অনিশ্চিত।'

[৭] দুই বছরের চক্রটি ২০১২ ওয়ানডে বিশ্বকাপের পরে শুরু হয়েছিলো। নিয়মানুযায়ী প্রতিটি দল ছয়টি টেস্ট সিরিজ খেলতে নামবে - তিনটি ঘরের মাঠে এবং তিনটি অ্যাওয়ে ভেন্যুতে। স্থগিতাদেশ চ্যাম্পিয়নশিপ চক্রকে বিপর্যস্ত করে ফেলেছে।

[৮] প্রথম ওয়ানডে লিগটি মে মাসে শুরু হবে এবং ২০২৩ বিশ্বকাপের খেলার পথ হিসাবে কাজ করবে। কিন্তু সেটিও পিছিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। -ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়