আসিফুজ্জামান পৃথিল: [৪] প্রতিবছর শীতের শেষে নিউ ইয়র্কে সপ্তাহান্তের পার্টির পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়। ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, ২০১৯ সালের মার্চের শেষ শনিবার নিউ ইয়র্কের বাসাবাড়ি, পাব, নাইট ক্লাব ও বিভিন্ন হোটেলে পার্টি হয়েছিলো সাড়ে ৬ লাখ। ঠিক এক বছর পর আনুষ্ঠানিকভাবে একটি পার্টির খবরও মেলেনি।
[৫] শুধু পার্টিতে পরিবর্তন এসেছে তা নয়, পরিবর্তন এসেছে প্রতিবাদ বিক্ষোভেও। করোনার আক্রমণের ঠিক আগ মুহুর্তেষ বিশ্ব ছিলো উন্মাতাল। হংকং থেকে ইরান, চিলি থেকে রাশিয়া। সব জায়গাতেই হচ্ছিলো নানান আন্দোলন। কিন্তু এখন জনসমাগম না হওয়ায় অনেকেই অনলাইনেই প্রতিবাদ জানাচ্ছেন। বেশ কয়েকটি দেশে অনলাইন মানবন্ধনও হয়েছে।
[৬] কেনাকাটার ধারণাও বদলে গেছে। অনলাইন শপিংয়ের ধারণা পুরাতন হলেও অনেকেই দোকানে গিয়ে কেনাকাটা করতেই স্বাচ্ছন্দ্য ছিলেন। ঘরবন্দী অবস্থা তাদের সেই অভ্যাস পাল্টে দিতেও ভূমিকা রাখছে। অনলাইন শপিং এর পেমেন্টও আজকাল ক্যাশ অন ডেলিভারি না হয়ে হচ্ছে ডিজিটাল পেমেন্টে। সরাসরি পণ্য গ্রাহকের হাতে না দিয়ে রেখে দেয়া হচ্ছে দোঁড়গোড়ায়।
[৭] চুরি ছিনতাই কমে গেছে। তবে বেড়ে গেছে হ্যাকিং এর মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা।