শাহনাজ বেগম : [২] মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কামারুদ্দিন জাফর বলেছেন, ভারত থেকে আরো ম্যালেরিয়ার ওষুধ আনার চেষ্টা করব, কারন দেশটিতে পর্যাপ্ত ওষুধ আছে। বুধবার ভারত ৮৯ হাজার ১শ’ টি ট্যাবলেট আমদানির অনুমতি দিয়েছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়ে কোন বক্তব্য করেনি। রয়টার্স, এনডিটিভি
[৩] কয়েকমাস যাবত পাম তেল নিয়ে ভারত-মালয়েশিয়ার মধ্যে শুরু হওয়া সম্পর্কের টানাপোড়েন চললেও এবার করোনার কারণে দুই দেশের সম্পর্কে নতুন মোড় নিচ্ছে।
[৪] হাইড্রক্সিক্লোরোকুইনের বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশ ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে এর চাহিদা রয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কোরানার বিরুদ্ধে সম্ভাব্য অস্ত্র হিসাবে এটিকেই চিহ্নিত করেছেন।
[৫] ম্যালেরিয়া ওষুধের রফতানিতে ভারত আংশিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং জাপানকে ভারত এ ওষুধ দিয়েছে।
[৬] মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭২ জন এবং মারা গেছেন ৮৩ জন।