শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগী না দেখার অভিযোগ অস্বীকার করলেন কুয়েত মৈত্রীর বরখাস্তকৃত দুই চিকিৎসক

তিমির চক্রবর্ত্তী: [২]  এরা হলেন মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক মুহাম্মাদ ফজলুল হক এবং জুনিয়র কনসালট্যান্ট (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা) শারমিন হোসেন।

[৩] গত সোমবার ফেসবুক লাইভে শারমিন হোসেন বলেন, তত্ত্বাবধায়ক স্যার কিছুই না জানিয়ে আমার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে নাম পাঠিয়ে বলেছেন, আমি নাকি কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দিতে ইচ্ছুক না। এমন কথা আমি মৌখিক বা লিখিতভাবে কখনো স্যারের বা অন্য কারও কাছে প্রকাশ করেনি।

[৪] তিনি বলেন, রাতের ডিউটি করে বাসায় ফিরি। একদিন পর জানতে পারি আমি বরখাস্ত। আমি আমার স্যারের কাছে গেলাম উনাকে জিজ্ঞেস করলাম আমি তো ৮ তারিখে সকালে গেলাম। আমি কি কখনো বলেছি আমি চিকিৎসা দিতে অনিচ্ছুক। উনি বললেন এটা ভুলে হয়েছে। আমাকে কোনো ফরওয়ার্ডিং দিলেন না। বললেন আমার একটা ফোনই যথেষ্ট।

[৫] এদিকে, গত রোববার রাতে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে নিজেকে নির্দোষ দাবি করেন বরখাস্তকৃত অপর চিকিৎসক মুহাম্মদ ফজলুল হক। তার দাবি, তিনি নিয়মিত হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা টেলিফোনে জানান, বরখাস্তকৃত চিকিৎসক শারমিন হোসেন সেখানে গিয়েছিলেন। তাকে লিখিতভাবে তার বক্তব্য দিতে বলা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাদের কর্মস্থলে যোগদানের সুযোগ থাকছে। যমুনা টিভি। সম্পাদনা : মাজহারুল ইসলাম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়