শিরোনাম
◈ ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহর একাত্মতা: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় শিডিউল বিপর্যয়, ৬ ট্রেনের যাত্রা বাতিল ◈ ভোটারবিহীন নির্বাচনে আনন্দ নেই, সৌন্দর্যও নেই: ইসি রাশেদা ◈ সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একাত্ম: মঈন খান ◈ দেশে গণতন্ত্র, সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: রিজভী ◈ পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত ◈ ৭-৮ মাস ঘরেই সংরক্ষণ করা যাচ্ছে পেঁয়াজ : বিনার গবেষণায় সফলতা   ◈ মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের নিহত ৩, আহত ২ ◈ মার্কিন নির্বাচনে ফলের স্বচ্ছতা নিয়ে ট্রাম্পের সংশয়  ◈ আজ ২৫ জেলায় স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১শ’ টন খাবার নিয়ে মালদ্বীপে যাচ্ছে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান

ইসমাঈল হুসাইন ইমু : [২] মালদ্বীপে অবস্থান করা প্রবাসীদের জন্য চাল, ডাল, সবজিসহ প্রায় ১০০ টন খাবার পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের যেসব নাগরিক করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে মালদ্বীপে খাদ্য সংকটে রয়েছেন- তাদের এসব খাবার বিতরণ করা হবে। বুধবার সকালে রওয়ানা হওয়া নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘সমুদ্র অভিযান’ জাহাজে করে এসব খাবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে পৌঁছে দেওয়া হবে।

[৩] এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন সরকারের পক্ষ থেকে নৌবাহিনীর কাছে এসব খাবার হস্তান্তর করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, সবজি, সাবানসহ প্রায় ৩০ লাখ টাকার খাবার কেনা হয় মালদ্বীপে খাদ্য সংকটে থাকা প্রবাসীদের জন্য। মঙ্গলবার নৌবাহিনীর কাছে এসব খাবার হস্তান্তর করা হয়েছে।
পড়ারফ

[৪] তিনি জানান, করোনা ভাইরাসের প্রভাবে চট্টগ্রামের সব দোকান, বাজার, ব্যাংক বন্ধ থাকায় মাত্র ১ দিনের নোটিশে প্রায় ১০০ টন খাবার কেনা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তবে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে কাজটি আমরা করতে পেরেছি।

[৫] নেভাল স্টোর ডিপোর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন জানান, জেলা প্রশাসনের কাছ থেকে খাবার বুঝে নেওয়ার পর মালদ্বীপ যাত্রার প্রস্তুতি নিচ্ছে বানৌজা ‘সমুদ্র অভিযান’ সংশ্লিষ্টরা।

[৬] সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালদ্বীপে প্রায় ৬০ থেকে ৭০ হাজার অভিবাসী বাংলাদেশি কর্মী আছেন। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে তারা মানবেতর পরিস্থিতির মুখে পড়েছেন। এই কষ্ট লাগবেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব খাবার পাঠানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়