শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ‘হিট স্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু

মঈন উদ্দিন, রাজশাহী: [২] ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে ‘হিট স্ট্রোকে’ আশিক ইসলাম (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া উপজেলার খরখরি গ্রামে একটি ধান খেতে এ ঘটনা ঘটে। আশিক ইসলাম বাঘা উপজেলার বলরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে কয়েকজন শ্রমিক এক সঙ্গে বাড়ি থেকে ধান কাটতে সিংড়া উপজেলার খবখরি গ্রামে যান। বিকালে ধান কাটা শেষে আঁটি মাথায় করে মালিকের বাড়িতে নিচ্ছিলেন তারা। তীব্র তাপদাহে ‘হিট স্ট্রোক’ করে আশিক মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। শনিবার সকাল ৯টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

[৪] আশিকের বাবা আশরাফ আলী বলেন, ধান কেটে বাড়ি আসলে তার বিয়ে দেব। কনে দেখা হয়েছে। উভয় পরিবার বসে দিন ঠিক করে বিয়ে সম্পূর্ণ করা হবে। কিন্তু ছেলের ভাগ্যে আর বিয়ে হলো না। 

[৫] পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম বলেন, তীব্র তাপদাহে ‘হিট স্ট্রোকে’ আশিক ইসলামের মৃত্যু হয়েছে। তাকে সকালে দাফন করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়