মহিউদ্দিন আহমদ : যারা দল করেন, তারা নিজ দলের গুণকীর্তন করবেন, দলের নেতার বন্দনা করবেন, অন্য দল ও তার নেতাকে গালমন্দ করবেন, এটা স্বাভাবিক। চাটুকারিতা এবং গালাগাল রাজনীতিতে হাত ধরাধরি করে চলে। কিন্তু পাবলিকের ট্যাক্সের টাকায় যাদের বেতন-ভাতা হয়, তারা কেন দলবাজি করবেন? তাদের বোঝা দরকার, ট্যাক্সদাতা সবাই আপনার দল না-ও পছন্দ করতে পারেন। সরকারি পদে থেকে দলবাজি করা অনৈতিক।
সরকার আর দলকে গুলিয়ে ফেলবেন না। দল করা অপরাধ নয়। কিন্তু দলের লোক রাষ্ট্রীয় দায়িত্বে গেলে দেশের সব মানুষের কথা ভাবতে হবে। যারা দলের কোনো নেতার বদান্যতায় চাকরি পেয়েছেন এবং নিজ যোগ্যতায় নয়, তারাই দলবাজি করেন। আপনারা তো অনেক দেশে গেছেন। শিল্পোন্নত দেশগুলো থেকে কি কিছুই শেখেননি? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ফেসবুক থেকে