শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়ালো

যুগান্তর : সরকারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন।  সব মিলিয়ে এ পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০৭ জন। মারা গেছেন ৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

আক্রান্তের সংখ্যায় ঢাকা মহানগরীর পরেই নারায়ণগঞ্জের অবস্থান। রোববার পর্যন্ত প্রাপ্ত মোট আক্রান্তের ১৭.২২ শতাংশ এখানের। রোববার দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে এসব তথ্য জানানো হয়।

এদিকে গত কয়েকদিনে আতঙ্কিত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক মানুষ নারায়ণগঞ্জ ছেড়েছেন। চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় চলে যাওয়া এসব মানুষের কয়েকজনের শরীরে কভিড-১০ পজিটিভ শনাক্ত হয়েছে।

চাঁদপুরের উত্তর মতলব উপজেলায় নারায়ণগঞ্জ থেকে পালিয়া আসা দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার চাঁদপুর সদরে করোনা উপসর্গসহ একজনকে পাওয়া গেছে, যিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। নারায়ণগঞ্জে তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৩৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩৪ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২১ জনে।

এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়