শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার কারণে ফাঁকা ঢাকায় নিরাপত্তা ঝুঁকিতে ফার্মেসি-এটিএম বুথ

রাজু আলাউদ্দিন : [২] করোনার কারণে ফাঁকা ঢাকায় অপরাধমূলক নানা কাজের শঙ্কা বাড়ছে। ফার্মেসি ও এটিএম বুথের মতো জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে সবচেয়ে ঝুঁকিতে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থার তাগিদ বিশ্লেষকদের।

[৩] এদিকে, প্রশাসন বলছে, নগরীতে অপরাধ শূন্যের কোঠায় চলে এলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতার বিকল্প নেই।

[৪] কোভিড-উনিশের বিস্তার ঠেকাতে মানুষ ঘরে থাকায় দিনভর ফাঁকাই থাকছে রাজধানী। এরই মধ্যে গত পহেলা এপ্রিল নগরীর কলেজগেট এলাকায় খোলা থাকা একটি ফার্মেসিতে ডাকাতি হয়। প্রায় দু'সপ্তাহ পার হলেও দুর্বৃত্তদের ধরতে পারেনি পুলিশ।

[৫] অন্যদিকে সম্প্রতি মাদকের টাকা লেনদেনের জেরে খুন হন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। তবে দ্রুতই খুনিকে গ্রেফতার করে ডিএমপির রমনা বিভাগ। ডিএমপি রমনা বিভাগ সহকারী পুলিশ কমিশনার এস এম শামীম রিপন নামের একটা ছেলে তার কাছে কোনো ছুরি বা ফোন ছিল না। মগবাজার ফ্লাইওভারের নিচেই আমরা আনুমানি সাড়ে ১০ টার দিকে পেয়ে গেলাম। এই পরিস্থিতিতে আমরা হুটার বাজিয়ে চলাফেরা করি। তাতে করে অপরাধীরা সাধারণ জনগণ বুঝতে পারে আমরা তৎপর আছি।

[৬] অপরাধ বিশ্লেষকরা বলছেন, জননিরাপত্তার পাশাপাশি বাড়তি গুরুত্ব দিতে হবে খোলা থাকা জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর দিকে। প্রয়োজনে বাড়তি নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করার পরামর্শ তাদের।

[৭] অপরাধ বিশ্লেষক হাফিজুর রহমান কার্জন আইন শৃঙ্খলাবাহিনীর সব সংস্থায় লকডাউন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান গুলো আবেদন করতে পারে সার্বক্ষণিক নিরাপত্তায় ফোর্স দেওয়া জন্য।এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাজধানীতে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। পাশাপাশি দ্রুত অপরাধী ধরতে এবং অপরাধ কমাতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

[৮] পুলিশ সদর দপ্তরের এ আই জি সোহেল রানা বলেন, আমরা কোনো অপরাধের খবর পেলেই টিম পাঠিয়ে সেটি দমনের চেষ্টা করছি এবং আমরা তৎপর রয়েছি। রাজধানীজুড়েই অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়