শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটাল উপস্থাপনায় বর্ষবরণ করবে ছায়ানট, ‘এসো হে বৈশাখ’ নামে রেকডিং অনুষ্ঠান প্রচারে উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়

মনিরুল ইসলাম : [২] রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রভাতি আয়োজন এবার হচ্ছে না। কোভিড-১৯ এর প্রভাবে এ আয়োজনে ছেদ পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে জনসমাগম করে বর্ষবরণে বারণ করেছেন। এ ধরনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে ভিডিও এর মাধ্যমে পারিবারিকভাবে বর্ষবরণ করতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

[৩] প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার ডিজিটাল রেকডিং উপস্থাপনায় বর্ষবরণ করার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় বলে জানা গেছে।

[৪] এদিকে, ছায়ানটের সভাপতি সানজীদা খাতুন এক বিবৃতিতে জানিয়েছেন, ডিজিটাল উপস্থাপনায় ছোট আকারে বর্ষবরণের আয়োজন করেছে সংগঠনটি। ‘উৎসব নয়, সময় এখন দুর্যোগ প্রতিরোধের’ এমন ট্যাগ লাইন দিয়ে ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে ছোট্ট আকারে বর্ষবরণের আয়োজন করেছে সংগঠনটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন।

[৫] বিবৃতিতে সানজীদা খাতুন বলেন, পাকিস্তান আমলের বৈরী পরিবেশে বাঙালির আপন সত্ত্বার স্বাধীনতার আকাঙ্ক্ষা আর মানব কল্যাণের ব্রত নিয়ে ১৯৬১ সালে ছায়ানটের জন্ম। এই সংগঠন আজন্মই সমাজের প্রতি দায়বদ্ধ। তাই সীমিত আকারে পয়লা বৈশাখের সকালে বাংলা বর্ষবরণ আয়োজন করতে যাচ্ছে ছায়ানট।

[৬] বিবৃতিতে বলা হয়েছে, বিটিভির সহায়তায় পহেলা বৈশাখের ১৪ এপ্রিল সকাল ৭টা থেকে ১ ঘণ্টার একটি অনুষ্ঠান প্রচার করা হবে। বরাবরের মতো সেখানে সানজীদা খাতুনের বক্তব্য রাখবেন। এছাড়াও ছায়ানটের পূর্বের বর্ষবরণ অনুষ্ঠানের বেশ কিছু সংকলিত অংশ ও গান যুক্ত করা হবে।

[৭] বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনুষ্ঠানটি প্রচারিত হবে। রাষ্ট্রীয় এ চ্যানেলের কাছ থেকে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানের ফ্রেশ ফিড পাবে। তাছাড়া ছায়ানটের ইউটিউব ও বিটিভির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।

[৮] অপরদিকে, জানা গেছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ' এসো হে বৈশাখ ' শিরোনামে একটি ৬০ মিনিটের বৈশাখী অনুষ্ঠান চ্যানেল আই ষ্টুডিতে ধারণ শেষ হয়েছে। এটি পরিচালনা করছেন এজাজ খান স্বপন। অনুষ্ঠানটি সব চ্যানেলে প্রচারিত হবে। সময় নির্ধারিত এখনো হয়নি। রেকডকৃত অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের কাছে কাল জমা দেওয়া হলে স্থির হবে প্রচারের সময়। এ অনুষ্ঠানে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের একটি আবৃত্তি রয়েছে। এছাড়া চ্যানেল আইয়ের বিগত দিনের ' হাজার কন্ঠে বর্ষবরণ ' এর কিছু সংকলিত দৃশ্য ও গান এতে থাকবে বলে অনুষ্ঠান নির্মাণ সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়