মাসুদ আলম: [২] বাংলাদেশে প্রথম গত ৮ মার্চ তিনজন করোনা রোগী শনাক্ত হয়। গতাকালের ৫৮ জনসহ সর্বমোট ৪৮২ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এদের মধ্যে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। মারা গেছেন ৩০ জনের। শনিবার সন্ধ্যায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ আপডেট থেকে এসব তথ্য জানা যায়।
[৩],গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। নতুন করে আরও তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
[৪] এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৩১৩টি। আইসোলেশনে আছেন ১৭৯ জন। কোয়ারেন্টিনে আছেন ১৬ হাজার ১৬৩ জন।