শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টুর্নামেন্ট না হলে উইম্বলডনের আয়োজকরা ক্ষতিপূরণ পাবে ১৪১ মিলিয়ন ডলার

এল আর বাদল : [২] গত ১৭ বছর ধরে ‘অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব’ একটা ইন্স্যুরেন্স করে আসছে। আর এই ইন্স্যুরেন্স করার কারণ ছিলো, কখনো কোনো বৈশ্বিক বিপর্যয়ের কারণে যদি উইম্বলডন মাঠে গড়াতে না পারে, তবে তার ক্ষতির ধাক্কা সামলিয়ে ওঠা।

[৩] করোনা ভাইরাসের কারণে এবার উইম্বলডন মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। আসর যদি মাঠে না-ই গড়ায়, তাহলে হাজার কোটি টাকার বেশি ক্ষতিপূরণ পাবে উইম্বলডনের আয়োজক কমিটি।

[৪] অবশেষে সে প্রস্তুতির মধুর সমাপ্তি ঘটতে যাচ্ছে। অ্যাকশন নেটওয়ার্কের একটা প্রতিবেদনে উঠে এসেছে, সে ইন্স্যুরেন্স থেকে ১৪১ মিলিয়ন ইউএস ডলার অর্থ পেতে চলেছে আয়োজক কমিটি। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৯০ কোটি টাকারও বেশি। - ইন্ডিয়ান এক্সপ্রেস

[৫] একবার উইম্বলডন আয়োজন না করতে পারলে এর অর্ধেক টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আয়োজকদের। সে হিসেবে দ্বিগুণেরও বেশি টাকা ইন্স্যুরেন্স করায় পেতে যাচ্ছে তারা। যদিও অফিসিয়ালি কিছুই নিশ্চিত করা হয়নি, তবে আয়োজক কমিটির এক কর্মকর্তা বলেছেন, অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব সবসময় চেষ্টা করেছে সেরা ইন্স্যুরেন্স করে ক্ষতির পরিমাণ কমাতে।

[৬] চলতি বছরের উইম্বলডন আসর ২৯ জুন শুরু হওয়ার কথা ছিলো। ১২ জুলাই এর পর্দা নামার কথা ছিলো। তবে করোনাভাইরাস বিপর্যয়ে এবারের উইম্বলডন স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি।

[৭] এদিকে অ্যাকশন নেটওয়ার্কের প্রতিবেদনে উঠে এসেছে, শুধু টেনিসে নয়, ক্ষতিপূরণ এড়াতে ব্রিটিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপের আয়োজক কমিটিও ইন্স্যুরেন্স করেছে। এবারের ব্রিটিশ ওপেন শুরু হওয়ার কথা আছে ১৬ জুলাই থেকে। এখন পর্যন্ত এটি বাতিল বা স্থগিত করেনি তারা। যদি বাতিল করে তবে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ পাবে তারাও। - ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়