লাইজুল ইসলাম: [২] বিকেলে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক থেকে জানান হয়, করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থা ভালো না থাকায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সময়ের মধ্যে নির্দিষ্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলাচল করবে না।
[৩] জানানো হয়, নিষেধাজ্ঞার আওতাধীন রয়েছে বাহারাইন, ভূটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকেসহ মোট ১৬টি দেশ। এসব রুটের ক্ষেত্রে আপাতত এই সিদ্ধান্ত কার্যকর হবে।
[৪] তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার এম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনা কার্যক্রম চালু থাকবে। কেউ চাইলে সাহায্য পাঠাতে পারবে। কার্গো বিমানে করে পন্য আনা নেয়া করতে পারবে। কোনো সমস্যায় পরলে অন্য দেশের বিমান অবতরণ করতে পারবে। আর যদি কোনো দেশ চায় তাদের নাগরিকদের নিয়ে যাবে সেক্ষেত্রে স্পেশাল ফ্লাইট চালাতে পারবে।
[৫] এদিকে, দেশের ভেতরের রুট গুলোও বন্ধ ঘোষনা করা হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো বন্ধের সিদ্ধান্ত বাড়ানো হয়েছে।