শাহনাজ বেগম : [২] নিউইয়র্কের গভর্ণর কুওমো বলেছেন, কয়েক মাস নয় এখন দরকার কয়েক সপ্তাহের মধ্যে কয়েক মিলিয়ন লোকের করোনা টেস্ট করা। জন হপকিন্স করোনা রিসোর্স সেন্টারের লাইভ ট্র্যাকার অনুসারে নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৮৮৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ২৮ জন। ইয়ন, ইন্টেলিজেন্সার
[৩] স্বাস্থ্যসেবা কর্মীদের বলেন, রাজ্যটিতে ১৯ মিলিয়ন মানুষ রয়েছে। যারা কাজ করে ফিরে আসবেন বা নার্সিংহোমে যান এমন লোকদেরসহ সবার করোনা পরীক্ষা করুন।
[৪] নিউইয়র্কে করোনা রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা হ্রাস পেয়েছে তবে এই অঙ্গরাজ্যে অসংখ্য মানুষ করোনায় মারা গেছেন এবং প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে চলেছি বলে জানান তিনি।