শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গে অনলাইনেই যীশুর প্রার্থনা করলেন লাখো মানুষ

ইয়াসিন আরাফাত : [২] করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সারা ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এর ফলে গুড ফ্রাইডেতে বিশপ হাউস থেকে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রার্থনা করা হয়। কোলকাতা ২৪
[৩] এদিনবেলা ১২টায় কোলকাতার বিশপ পরিতোষ ক্যানিং নিজ বাসভবন থেকে ইউটিউব লাইভে প্রার্থনা করেন। সেই প্রার্থনাতে যোগ দেন ১ লাখ মানুষ। প্রার্থনা শুরু করার আগে বিশপ পরিতোষ ক্যানিং বলেন, অসম লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে মানবজাতি।আজ প্রভুর কাছে সকলের সুস্থ থাকার আর্জি জানানোই তার প্রধান কর্তব্য।

[৪] মানব সভ্যতার উন্নতিতে, ভক্তদের জন্য গুড ফ্রাইডে-তে যিশু খ্রিস্ট ক্রুশ বিদ্ধ হয়ে আত্ম বলিদান দিয়েছিলেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এই দিনে যিশু খ্রিস্টের আত্মত্যাগকে স্মরণ করেন। গুড ফ্রাইডে হলি ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে এবং গ্রেট ফ্রাইডে নামেও পরিচিত। বলা হয়, যিশু মানুষের মঙ্গলার্থে নিজের জীবন দিয়েছেন। এই কারণে, এই দিনটি শুভ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

[৫] একই সঙ্গে তাঁকে যেদিন ক্রুশে দেওয়া হয়েছিল, সেদিন ছিল শুক্রবার। তাই একে গুড ফ্রাইডে বলা হয়। বেশিরভাগ খ্রিস্টান এই দিনে কালো পোশাক পরেন। উপোস করেন, চার্চে যান এবং যিশুর কাছে প্রার্থনা করেন। কিন্তু এবার লকডাউনে ছবিটা ভিন্ন।

[৬] প্রতিবছরই গুড ফ্রাইডেতে চার্চগুলিতে উপচে পড়ে ভিড়। সকলে প্রার্থনা জানান যীশুকে। কিন্তু এবার ঘরবন্দি সবাই। তাই ঘরে বসেই যাতে সকলে একসঙ্গে যীশুর আরাধনা করতে পারেন, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছিলো বলে জানায় বিশপ হাউস। এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়