ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] ঠাকুরগাঁওয়ের ২দিনে বালিয়াডাঙ্গী উপজেলায় হতদরিদ্রের ওএমএস ও ভিজিডির বরাদ্দকৃত ৮৮৯বস্তা চাল জব্দের ঘটনায় ইউপি সদস্য সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক দুটি ঘটনায় এ চাল জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযুক্তের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ।
[৩] মামলায় অভিযুক্তরা হলেন- ইউপি সদস্য কুলসুম বেগম, পান্না কউসার, আমিরুল ইসলাম, সামিরুল ইসলাম, আব্দুর রশিদ ও জামিরুল ইসলাম।
[৪] মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁওয়ের ২দিনে বালিয়াডাঙ্গী উপজেলায় হতদরিদ্রের ওএমএস ও ভিজিডির বরাদ্দকৃত ৮৮৯বস্তা চাল জব্দের ঘটনায় ইউপি সদস্য সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক দুটি ঘটনায় এ চাল জব্দ করা হয়। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে একটি বেসরকারি খাদ্য গুদামে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গী হতে ৬৩০ বস্তা চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। পরে শুক্রবারও অন্য অভিযানে পৃথকদুটি চার কলে অভিযান পরিচালনা করে আরো ২৫৯ বস্তা চাল উদ্ধার করে প্রশাসন।
[৫] বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব সরকারি চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ভিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামন সেলিম বলেন, দেশের দূর্যোগ মুহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের জন্য এসব চাল বরাদ্দ দিয়েছেন। গরীবের হক নিয়ে যারা অপকর্ম করছে তাদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের পারুয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে প্রশাসন। চাল মজুদজাত করার অভিযোগে ভাই ভাই হাস্কিং নামে দুটি মিলের ৫টি গুদাম সিলগালা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিকভাবে দু’জনকে আটক করে প্রশাসন।