মুসা আহমেদ : [২] বিড়ালেরও হতে পারে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। তবে কুকুর খুব একটা ঝুঁকিতে নেই। এক গবেষণায় এ তথ্য জানানোর পর বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। কোন কোন প্রাণী এ ভাইরাসের ঝুঁকিতে রয়েছে, তা খুঁজে বের করে ভাইরাসটির প্রতিষেধকের কার্যকারিতা পরীক্ষা করার উদ্দেশ্যেই গবেষণাটি করা হয়। ওয়াইয়েন নিউজ
[৩] বুধবার বিজ্ঞান বিষয়ক একটি সাময়িকীর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিড়ালও সংক্রমিত হতে পারে সার্স-কোভ-২ নামের নতুন করোনা ভাইরাসে। তবে কুকুর, মুরগি, শুকর এবং হাঁসের মধ্যে এ ভাইরাসটি সংক্রমিত না হওয়ার সম্ভাবনা রয়েছে।
[৪] ধারণা করা হচ্ছে, সার্স-কোভ-২ বাদুড় থেকে মানুষে ছড়িয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বিড়াল ও কুকুর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও পোষা প্রাণীরা ভাইরাসটির বাহক হতে পারে- সেটার এখনও শক্তিশালী প্রমাণ পাওয়া যায়নি। তবে, যারা করোনায় আক্রান্ত, তাদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু ঘরের অন্য সদস্যদের কাছ থেকেই নয়, নিজের পোষা প্রাণী থেকেও দূরত্ব বজায় রাখুন।
[৫] চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চীনে পরিচালিত গবেষণাটিতে ভাইরাসবাহী কণা নাকে দিয়ে প্রাণীদের মধ্যে সংক্রমিত করার চেষ্টা করেন গবেষকরা। পরীক্ষাটিতে দেখা যায়, সংক্রমণের চরম ঝুঁকিতে রয়েছে বিড়াল। আক্রান্ত বিড়াল থেকে ভাইরাসটি মানুষের মধ্যে ছড়াতে পারে।