জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] চট্টগ্রামে এ নমুনা সংগ্রহ করেছে চট্টগ্রামে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)।
[৩] এর মধ্যে ১০৪ জনের নমুনা পরীক্ষার চুড়ান্ত ফলাফল পাওয়া যায়। এদের মধ্যে এই ১০৪ জনের সবার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। ২৬ জনের ফলাফল বাকি আছে।
[৪] বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টা পর্যন্ত সর্বশেষ ফলাফল এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বী।
[৫] এর আগে ৪ এপ্রিল চট্টগ্রামে দামপাড়ায় চট্টগ্রামের প্রথম করোনা পজেটিভ রোগীর সন্ধান পায় বিআইটিআইডি। পরের দিন দামপাড়ায় শনাক্ত হওয়া রোগীর ছেলের মধ্যেও করোনাভাইরাস শনাক্ত হয়।
[৬] বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত চট্টগ্রামে মোট ৩১০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। যাদের প্রত্যেকেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে আছেন। এই ৫ জন করোনা রোগী শনাক্ত হওয়ার ঘটনায় ৭ থানায় মোট ২৯ টি বাড়ি, ৬টি দোকান ও বাস্কেট নামে একটি সুপারশপ লকডাউন করেছে প্রশাসন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার