মাজহারুল ইসলাম : [২] জরুরি এক বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনায় গতকাল বলা হয়েছে, হাওর এলাকায় ধান কাটার মৌসুম চলছে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক শ্রমিক এসে এ সময়ে হাওর এলাকায় কাজ করে থাকেন। এ অবস্থায় হাওরাঞ্চলে ধান কাটার শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
[৩] ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওড়ে ধানকাটা চলাকালে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ কৃষক ও শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করবেন।
[৪] জরুরি পণ্য বিবেচনায় সার, কীটনাশক, বীজ এবং বসে সেচ যন্ত্রসহ সকল কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, রিপার ইত্যাদি এবং খুচরা যন্ত্রাংশ কৃষি যন্ত্র ব্যবহৃত জ্বালানি তেল দেশের অভ্যন্তরে সর্বত্র পরিবহন ও ক্রয়-বিক্রয় অব্যাহত থাকবে। একইভাবে আমদানিকৃত কৃষিপণ্য ও উপকরণ বন্দরে খালাস করা যথারীতি অব্যাহত থাকবে।