শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়েমেনে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করল সৌদি-আমিরাত জোট

রাশিদ রিয়াজ :[২] ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করে সৌদি-আমিরাত জোট বলছে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে তা শুরু হবে। ইয়েমেন যুদ্ধে এপর্যন্ত নিহত হয়েছে ১ লাখ মানুষ। লাখ লাখ মানুষ দেশটিতে খাদ্যভাবে পড়েছে। সৌদি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি এ যুদ্ধ বিরতির ঘোষণা দেন যা দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি প্রচার করে। আল-জাজিরা

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় জাতিসংঘ দেশটিতে যুদ্ধবিরতির আহবান জানিয়েছিল। সৌদি প্রেস এজেন্সি বলছে করোনাভাইরাসে আক্রান্তদের সাহায্য ও চিকিৎসা দেয়ার জন্যেই এই যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইয়েমেনে সৌদি-আমিরাতি জোটের বিরুদ্ধে যুদ্ধরত হুথি যোদ্ধারা যাতে আলোচনায় অংশ নেয়, যুদ্ধবিরতি সে সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছে সৌদি আরব।

তবে হুথিদের পক্ষ থেকে আলোচনায় অংশ গ্রহণের কোনো সাড়া পাওয়া যায়নি। হুথিদের মুখপাত্র মোহাম্মদ আব্দুলসালাম বলেছেন তাদের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা জাতিসংঘের কাছে পাঠানো হয়েছে। গত ৫ বছর ধরে চলা ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া এ যুদ্ধ ও অবরোধের কারণে দেশটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এডেন বন্দর সহ একাধিক বন্দরে সৌদি আরবের অবরোধ থাকায় খাদ্য ছাড়াও জরুরি ওষুধ সংকট চলছে।

এদিকে ইয়েমেনের সেনাবাহিনী এবং তার মিত্রদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক ডজন সেনা নিহত হয়েছে। ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আবদ মানসুর হাদির অনুগত সশস্ত্র ব্যক্তিরাও নিহত হয়। পারসটুডে

দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনের আবিয়ান প্রদেশের ঘাঁটির ওপর ওই ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, সৌদি জোট ও তাদের ভাড়াটিয়া বাহিনী আগ্রাসনের প্রস্তুতি নেয়ার সময়ে আশ শাজারি শিবিরের ওপর হামলা চালানো হয়। হামলায় কাসেম ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সঠিক লক্ষ্যে সুনির্দিষ্ট ভাবে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সৌদি জোট বাহিনীর কয়েক ডজন সেনা হতাহত হয়। ইয়েমেনি বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সেখানেই থাকুক না কেনও সৌদি জোট ও তাদের ভাড়াটিয়া বাহিনীর ওপর হামলা চালানোর সক্ষমতা ইয়েমেনের আছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়