শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অকারণে রাস্তায় ঘোরাঘুরি, ৩২ জনকে ৯৬ হাজার ৫শ’ টাকা জরিমানা

সুজন কৈরী : [২] করোনা ভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা অমান্য করে অকারণে বাইরে বের হওয়ায় রাজধানীর ফার্মগেটে অভিযান চালিয়ে ২৫ জনকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে র‌্যাব-২ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে অকারণে ঘোরাঘুরি করায় ৭ জনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

[৩] সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফামর্গেটে চলা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

[৪] তিনি বলেন, সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অকারণে বাসা থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ভাইরাসের ভায়বহতার বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে কাজ করছে। কিন্তু কিছু মানুষ নিয়ম ভাঙছেন এবং ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন। তাই সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে, জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি কমানো, সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণে অভিযানটি চালানো হয়।

[৫] সারওয়ার আলম বলেন, অভিযানকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী, ওষুধপত্র কিনতে বা হাসপাতালের যাওয়ার উদ্দেশে বের হয়েছেন অথবা জরুরি কাজে বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। তবে অকারণে বা আড্ডা দিতে ঘর থেকে বের হয়েছেন বা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন এমন ২৫ জনকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মুচলেকা নিয়েও অনেককে ছেড়ে দেয়া হয়েছে।

[৬] এদিকে মিরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অপ্রয়োজনে রাস্তায় ঘুরাঘুরি করা এবং অসুরক্ষিত ভাবে বাইরে বের হওয়ায় ৭ জনকে বিভিন্ন পরিমান আর্থিক জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত। আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যজিস্ট্রেট আনিসুর রহমান।

[৭] র‌্যাব-৪ জানিয়েছে, এখন থেকে করোনা ভাইরাসের বিস্তার রোধে মোবাইলকোর্ট প্রতিদিন পরিচালিত হবে। র‌্যাব-৪ এর পক্ষ থেকে জন সাধারণকে সতর্ক করা হচ্ছে যে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অপ্রয়োজনে বাসার বাইরে বের হবে এবং অহেতুক রাস্তায় ঘুরে বেড়াবে তাদেরকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়