মুসবা তিন্নি : [২] রাজশাহীর কাজলা তালাইমারি বিজিবি ক্যাম্প নদীর ধার এলাকা থেকে আবারও উদ্ধার হলো রাসেল ভাইপার সাপ কিছুদিন আগে একই স্থান থেকে একই ব্যাক্তির (আব্দুল জলিল) হাতে ধরা পড়ে আরেকটি রাশেল ভাইপার সাপ ।
[৩] চন্দ্রবোড়া বা উলু বোড়া যার বৈজ্ঞানিক নাম: Daboia russelii) ভাইপারিডি পরিবারভুক্ত একটি অন্যতম বিষধর সাপ। এই সাপ সবচেয়ে বিষাক্ত না হলেও এর অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বহর্গামী বিষদাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হন। বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায়। ফলে অত্যধিক রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্য হতে পারে।