মারুফ রসুল : বাঙালি মুসলমান নিয়ে আমার এখন কোনো খেদ নেই। তারা এতোদিন খেজুর গাছ, মরুভূমি আর জোব্বা-আলখাল্লার ফ্যান্টাসিতে ভুগছে, কথায় কথায় সৌদি আরবের উদাহরণ দিছে আর এখন মক্কা-মদিনায় কারফিউ জারির পর সে ফতোয়া দিচ্ছেÑ সৌদি আরব সহী মুসলমানের দেশ নয়। কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মরার পর কবরে যখন মুনকার-নকির প্রশ্ন করবেন, তুমি নির্দেশ অমান্য করে জামাতে নামাজ পড়তে গিয়েছিলে কোন পাপে? তখনো বাঙালি মুসলমান ভ্রƒ কুঁচকায়া বলবে, তোমরা সহী মুনকার-নকির না।