শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গভীর রাতে ক্ষুধার্ত শিশুর ফোন, খাবার নিয়ে হাজির আক্কেলপুরের ইউএনও

সফিউল আলম : [২] বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টা। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বারে মুঠো ফোনে রিং আসে, স্যার আপনি মাইকে বলেছিলেন কোনো সমস্যা হলেই আপনাকে ফোন দিতে। তাই আপনাকে ফোন করছি। আজ আমাদের বাড়িতে কোনো খাবার নেই।

[৩] তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ওই শিশুটির বাড়ির ঠিকানা জেনে নিয়ে শিশুটিকে বলেন, তুমি তোমার বাসার দরজায় দাঁড়াও আমি দ্রুত আসছি।

[৪] কয়েক মিনিটের মধ্যে চলে গেলেন ওই শিশুটির দেয়া ঠিকানায়। সেখানে গিয়ে দেখেন শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ির দরজায় দাঁড়িয়ে। নির্বাহী অফিসার খাবার সামগ্রী তুলে দিলেন ওই শিশুটির পরিবারের হাতে। এ সময় শিশুটি একবার খাবার সামগ্রীর দিকে ও আরেকবার নির্বাহী অফিসারের দিকে তাকাচ্ছিলে।

[৫] নির্বাহী অফিসার জানান, ওইদিন তিনি সকল কার্যক্রম পরিচালনা শেষে রাতে অফিসে গিয়ে বসেছিলেন, এমন সময় উপজেলার কাশিড়া বাজারের জনৈক এক ব্যক্তি নিজেকে একজন ক্ষুদ্র ব্যবসায়ী পরিচয় দিয়ে জানান, কয়েকদিন ধরে আমার দোকান বন্ধ। রোজগার না থাকায় ঘরে খাবার নেই।

[৬] ওই ব্যক্তিকে খাবার পৌছে দিচ্ছি বলে আশ্বস্ত করে তার সন্ধানে কাশিড়া বাজারে রওয়ানা দেন। তার সঙ্গে উপস্থিতির স্থান সম্পর্কে নিশ্চিত হতে পথিমধ্যে থেকেও মুঠোফোনে যোগাযোগ হয়।

[৭] ওই ব্যক্তি বলেন, আমি কাশিড়া বাজারে দাঁড়িয়ে আছি। অল্প সময়ের মধ্যে তিনি কাশিড়া বাজারে পৌঁছে ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ ছিলো। সেখানে আধাঘণ্টা সময় অপেক্ষা করে পরিশ্রান্ত হয়ে বাসায় পৌঁছেন। ফ্রেশ হয়ে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় ফোন করে শিশুটি।

[৮] উপজেলা নির্বাহী অফিসার মো. জাকিউল ইসলাম বলেন, এ দুর্যোগে সবারই এগিয়ে আসা উচিৎ। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়