শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম শহরে ৮০টি পরিবার লকডাউনে, চিকিৎসক নার্সসহ ১৮জন কোয়ারেন্টাইনে

সালমান ফারুক, চট্টগ্রাম: [২] চটগ্রামে ৬৭ বছর বয়সের এক বৃদ্ধ প্রাণঘাতী কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের নির্দেশে নগরীর দামপাড়া এলাকার ১ নম্বর গলির ৬টি বাড়ি লকডাউন করা হয় এসব বিল্ডিংয়ে ৮০টি পরিবার বসবাস করে বলে জানা যায়।

[৩] এর আগে তিনি হাসপাতালে ভর্তি ও চিকিৎসকের চিকিৎসা নেওয়ার সময়ে বিদেশ ফেরত কারও সংস্পর্শে আসার বিষয় অস্বীকার করলেও অনুসন্ধানে জানা গেছে, গত ১২ই মার্চ সৌদি আরব থেকে ওমরাহ পালন শেষে দেশে এসেছেন ওই বৃদ্ধের মেয়ে ও তার শাশুড়ি।

[৪] এ বিষয় নিশ্চিত করে চটগ্রামের সিভিল সার্জন ডা: শেখ ফজলে রাব্বী বলেন, করোনা পজিটিভ  হওয়া তার হিস্ট্রি গোপন করে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি বর্তমানে চটগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছেন তার অবস্থা এখন ভালো আছে ।

[৫]  বৃদ্ধাকে চিকিৎসাধীন হাসপাতালের তিনজন চিকিৎসক,নার্সসহ মোট ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে তবে ওই হাসপাতাল লকডাউনের প্রয়োজন নেই বলে তিনি জানান।

সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়