গিয়াস উদ্দিন,পটিয়া প্রতিনিধি: [২] চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই প্রদান করেছেন বাংলাদেশ পোষাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির।
[৩] শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষে এই পিপিই গ্রহণ করেছেন পটিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. জাবেদ ও মেডিকেল অফিসার ডাক্তার মো. রিদোয়ান। বিজিএমইএ'র নেতার পক্ষে পিপিই হস্তান্তর করেছেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
[৪] বিজিএমইএ পরিচালক মোহাম্মদ নাছির জানিয়েছেন, করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে সারা দেশে প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। পটিয়া হাসপাতালের ডাক্তাররা যাতে সাহসীকতার সঙ্গে পটিয়াবাসীকে সেবা দিতে পারেন সেজন্য ১০০ পিচ পিপিই প্রদান করেছেন। তিনি সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে আহবান জানান। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী