শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার যেখানে জনসমাগম বন্ধে নানা উদ্যোগ নিচ্ছেন [২] সেখানে জনবহুল পোশাক কারখানা কতটা নিরাপদ

শরীফ শাওন : [২]করোনা আতঙ্কে সাধারণ ছুটি বাড়ানো হলেও বাধ্য হয়ে কর্মস্থলে ফিরছেন পোশাক শ্রমিকরা।শুক্রবার (৩ এপ্রিল) ময়মনসিংহ ও নেত্রকোণা থেকে ঢাকায় ছুটতে দেখা যায় পোশাক শ্রমিকদের। তারা জানান, ৫ তারিখের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ মালিপক্ষের। সঠিক সময়ে না গেলে চাকরি চলে যেতে পারে। হয়তো মার্চ মাসের বেতনও পাওয়া যাবে না। সরকারের সাধারণ ছুটির সাথে সমন্বয় করে ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধের আহ্বান জানিয়েছে বিজিএমইএ। সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়লেও বাড়েনি কারখানা শ্রমিকদের ছুটি।

[৩] শ্রমিক সংগঠনের সভাপতি মোশরেফা মিশু বলেন, সমন্বয় নেই সরকার, বাণিজ্যমন্ত্রী ও বিজিএমইএ’র বক্তব্যে।

[৪] মোশরেফা মিশু জানান, ডাক্তার-নার্সদের বিশেষ সুরক্ষা নিশ্চিত করতে পারছে না সরকার। তাহলে কারখানা মালিকরা কিভাবে ৪১ লাখ শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করবেন। শুধু সাবান পানি দিয়ে এ সুরক্ষা সম্ভব নয়। সরকার যেখানে জনসমাগম বন্ধে নানা উদ্যোগ নিচ্ছেন, সেখানে জনবহুল পোশাক কারখানা কতটা নিরাপদ।

[৪] তিনি বলেন, সম্প্রতি বানিজ্যমন্ত্রীর দেয়া ঘোষণা এতটাই বিভ্রান্তমূলক যে, তার বক্তব্যে কিছু কারখানা বন্ধ আবার কিছু খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে পোশাকখাতে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে।

[৫] এসময়, সরকারের বর্ধিত ছুটি ১১ এপ্রিল পর্যন্ত সমন্বয় করে কারখানাগুলো বন্ধ রাখতে নির্দেশনা চেয়ে বিজিএমইএ সভাপতি রুবানা হককে আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়