শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় সুস্থ হয়ে আবার আক্রান্ত হওয়ার তথ্য নেই

আব্দুল্লাহ মামুন : [২] পুনরায় সংক্রমণ হতে পারে কিনা এমন সঠিক তথ্য এখনও পাওয়া যায় নি। এক্ষেত্রে ১৫ দিন ও ১ মাস পর তাদের নমুনা সংগ্রহ করা হবে। এ যাবৎ যারা আক্রান্ত হয়েছেন তাদের পুনরায় আক্রান্ত হওয়ার কোনো খবর আমরা পায়নি বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

[৩] মঙ্গলবার করোনাভাইরাস (কোভিড-১৯) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে সরাসরি প্রেস ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন। প্রেস ব্রিফিং আয়োজন করে আইইডিসিআর।

[৪] সেব্রিনা ফ্লোরা বলেন, অন্যান্য ভাইরাসের মতো ইমিউনিটি ডেভেলপ করে আবার আক্রান্ত হয় কিনা এমন তথ্য শুধু আমাদের কাছে নয় সারবিশ্বে পাওয়া যায় নি। যেহেতু ভাইরাসটি নতুন তাই এমন নির্দিষ্ট তথ্য নেই।

[৫] আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা নেওয়া হয়। এখন থেকে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের একজনের বয়স ৭০ বছর। অপরজনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে। আক্রান্ত দুইজনই সুস্থ আছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ জন মোট সুস্থ হয়েছেন ২৬ জন। আক্রান্তদের মধ্যে একজন সৌদি আবর থেকে এসেছেন, অন্যজন কিভাবে আক্রান্ত হলেন এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়